এই ফোনে ক্রেতারা পাবেন বেশ কয়েকটি ফিচারস। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেমের মাধ্যমে এবং সঙ্গে থাকছে 1.3GHz কোয়াড কোর প্রসেসর৷
সম্প্রতি বাজেট স্মার্টফোন বাজারে নিয়ে এল Zen৷ এই বছর আগস্ট মাসেই এই সংস্থা লঞ্চ করেছিল Cinemax 3 নামের একটি বাজেট স্মার্টফোন৷ বাজারে বেশ জনপ্রিয়তাও লাভ করেছিল ফোনটি৷ এবার Cinemax Force আনল সংস্থা৷
এই ফোনে ক্রেতারা পাবেন বেশ কয়েকটি ফিচারস। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেমের মাধ্যমে এবং সঙ্গে থাকছে 1.3GHz কোয়াড কোর প্রসেসর৷
8GB ইন্টারনাল স্টোরেজ সমৃদ্ধ এই ফোনে পাওয়া যাবে 1GB RAM, সঙ্গে থাকবে 32GB external memory ব্যবহারের সুবিধাও৷
এছাড়া, 5MP রিয়ার ক্যামেরা ও 2MP ফ্রন্ট ক্যামেরা৷ সবচেয়ে আকর্ষণীয় তথ্য হল, মোবাইলটিতে 4G সাপোর্ট করবে এবং 2900 mAh ব্যাটারি ব্যাকআপ থাকবে৷
তবে এই ফোনের দাম মাত্র ৪৩৯০/- ৷ এই ফিচার্স সমৃদ্ধ ফোন নিঃসন্দেহে কম দামে বাজারে এসেছে, তাই দ্রুত জনপ্রিয়তা লাভ করবে সিনেম্যাক্স ফোর্স এমনটাই দাবি জেন সংস্থার৷