একগুচ্ছ ফিচার নিয়ে বাজারে এল Zen-এর নতুন স্মার্টফোন

একগুচ্ছ ফিচার নিয়ে বাজারে এল Zen-এর নতুন স্মার্টফোন
HIGHLIGHTS

এই ফোনে ক্রেতারা পাবেন বেশ কয়েকটি ফিচারস। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেমের মাধ্যমে এবং সঙ্গে থাকছে 1.3GHz কোয়াড কোর প্রসেসর৷

সম্প্রতি বাজেট স্মার্টফোন বাজারে নিয়ে এল Zen৷ এই বছর আগস্ট মাসেই এই সংস্থা লঞ্চ করেছিল Cinemax 3 নামের একটি বাজেট স্মার্টফোন৷ বাজারে বেশ জনপ্রিয়তাও লাভ করেছিল ফোনটি৷ এবার Cinemax Force আনল সংস্থা৷

আরও দেখুন : নকিয়ার অ্যান্ড্রয়েড P1 স্মার্টফোনে হবে QHD ডিসপ্লে এবং মেটাল বডি

এই ফোনে ক্রেতারা পাবেন বেশ কয়েকটি ফিচারস। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেমের মাধ্যমে এবং সঙ্গে থাকছে 1.3GHz কোয়াড কোর প্রসেসর৷

8GB ইন্টারনাল স্টোরেজ সমৃদ্ধ এই ফোনে পাওয়া যাবে 1GB RAM, সঙ্গে থাকবে 32GB external memory ব্যবহারের সুবিধাও৷

এছাড়া, 5MP রিয়ার ক্যামেরা ও 2MP ফ্রন্ট ক্যামেরা৷ সবচেয়ে আকর্ষণীয় তথ্য হল, মোবাইলটিতে 4G সাপোর্ট করবে এবং 2900 mAh ব্যাটারি ব্যাকআপ থাকবে৷

তবে এই ফোনের দাম মাত্র ৪৩৯০/- ৷ এই ফিচার্স সমৃদ্ধ ফোন নিঃসন্দেহে কম দামে বাজারে এসেছে, তাই দ্রুত জনপ্রিয়তা লাভ করবে সিনেম্যাক্স ফোর্স এমনটাই দাবি জেন সংস্থার৷

আরও দেখুন : গুগল এর পিক্সেল ফোন হল লঞ্চ, ভারতে দাম হবে Rs. 57,000 থেকে শুরু

আরও দেখুন : এক্সক্লুসিভ: গুগল পিক্সেল, পিক্সেল XL কেবলমাত্র পাওয়া যাবে ফ্লিপ্কার্টে, 13 থেকে হবে প্রি-অর্ডার

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo