মাত্র ৬,০০০ টাকায় 4G VoLTE Support স্মার্টফোন!
সংস্থার তরফে জানানো হয়েছে অনলাইন ও রিটেল স্টোর দুই জায়গায় পাওয়া যাবে এই হ্যান্ডসেট৷
মাত্র ৬ হাজার টাকার মধ্যে এবার পেয়ে যাবেন অত্যাধুনিক ফিচার-সহ স্মার্টফোন৷ শুনে নিশ্চয় অবাক লাগছে! কিন্তু এই অসম্ভব কাজটাই এবার সম্ভব করে দেখিয়েছে জেন মোবাইল সংস্থা. মোবাইল ফোনের বাজারে নিজেদের চাহিদাকে ধরে রাখতে এবার কোমর বেঁধে নেমে পড়ছে তারা. গ্রাহকদের কাছে নিজের জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে নতুন বাজেট স্মার্টফোন সিনেম্যাক্স ক্লিক ভারতে লঞ্চ করল জেন.
সংস্থার তরফে জানানো হয়েছে অনলাইন ও রিটেল স্টোর দুই জায়গায় পাওয়া যাবে এই হ্যান্ডসেট.
আরও দেখুন : মাত্র ২৩ টাকাতেই আনলিমিটেড ফ্রি কল দিচ্ছে এয়ারসেল
হ্যান্ডসেটটির ফিচার সম্পর্কে আসা যাক, ফোন একটি ৫.৫ ইঞ্চি এইচডি স্ক্রিন এর সঙ্গে আসবে, যা রেজলিউশন ৭২০x১২৮০ পিক্সেল. ফোনে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর. এছাড়া ফোনে থাকবে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা. ফোনে রয়েছে ১GB র্যাম এবং ৮GB ইন্টারনাল স্টোরেজ. যা মাইক্রো-SD কার্ড এর মাধ্যমে ৩২GB স্টোরেজ পর্যন্ত বাড়ানো যাবে.
এছাড়া ফোন ৬.০ অ্যানড্রয়েড মার্শমেলো ভার্সন এ কাজ করবে. ফোনে রয়েছে ২৭০০ এমএএইচ ব্যাটারি. কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, ইউএসবি, এফএম. কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, ইউএসবি, এফএম
এই মডেলটি ডুয়াল সিম ফোরজি সাপোর্ট করে. ২০টি ভারতীয় ভাষা প্রি-ইনস্টলড রয়েছে. সাওন, জেন অ্যাপক্লাউড ও জেন গেম স্টোরও প্রি-ইনস্টলড.
আরও দেখুন : লেনোভো ZUK এজ স্মার্টফোন 5.5 ইঞ্চি FHD ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 821 প্রসেসর এর সঙ্গে লঞ্চ
আরও দেখুন : এবার ফেসবুক মেসেঞ্জারেও করতে পারবেন গ্রুপ ভিডিও চ্যাট
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile