সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে মাইক্রোম্যাক্সের স্মার্টফোন ইউ ইউরেকা ব্ল্যাক। এবার এই স্মার্টফোনটি আজ রাত ১২ টা থেকে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন একবার দেখে নেওয়া যাক। এই স্মার্টফোনটি 5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে যুক্ত। এই ডিসপ্লের রেজিলিউশন 1920 x 1080 পিক্সাল। এতে 2.5D কর্নিং গ্লাস 3 এর প্রোটেকশন যুক্ত। এর ব্যাক ক্যামেরা 13MP’র আর ফ্রন্ট ক্যামেরা
13MP’র। এই স্মার্টফোনটি 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এর ব্যাটারি 3000mAh এর। এটি 4G VoLTE সাপোর্ট করে। এটি ডুয়াল সিম সাপোর্ট করে।
কিছুদিন আগেই ফ্লিপকার্টে এই স্মার্টফোনটির ব্যাপক বিক্রি হয়েছে। তবে এবার ইউ ইউরেকা ব্ল্যাক স্মার্টফোনটি ফ্লিপকার্টে আজ রাত ১২টা থেকে কিনতে পাওয়া যাবে। এই বিক্রির কোন সময়সীমা নেই।