YU Yureka Black 6 জুন ফ্লিপকার্টে সেলের জন্য পাওয়া যাবে
YU Yureka Black এ 4GB র্যাম আছে আর এর দাম Rs. 8,999
YU Yureka Black’কে গত কালই ভারতে লঞ্চ করা হয়েছে। এর দাম Rs. 8,999 আর এটি 6 জুন অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে সেলের জন্য পাওয়া যাবে। এটি দুপুর 12 টায় কিনতে পারা যাবে। এটি ক্রোম ব্ল্যাক আর মেট ব্ল্যাক ফিনিশ অপশনে পাওয়া যাচ্ছে।
এই স্মার্টফোনটি মেটাল বডি গ্লসি ব্যাক যুক্ত। এর থিকনেস 8.55mm আর এর ওজন 142 গ্রাম। এই স্মার্টফোনটিতে জেসচার সাপোর্টও আছে, এর মাধ্যমে আপনি অ্যাপ ওপেন করতে পারবেন, কল করতে পারবেন, এসএমএসও করতে পারেবন।
এই নতুন ফোনটির স্পেক্স কেমন তা একবার দেখে নেওয়া যাক, এতে 5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এি ডিসপ্লের রেজিলিউশন 1920 x 1080 পিক্সাল। এতে 2.5D করনিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। এটি 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত, স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়।
এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা একবার দেখা যাক। এতে 13MP’র সেন্সার LED ফ্লাশের সঙ্গে দেওয়া হয়েছে। এটিতে 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এটি 4G VoLTE সাপোর্ট করে। এর ব্যাটারি 3000mAh এর। এই স্মার্টফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে।