ফ্লিপকার্ট অনুসারে 2 লাখ ইউনিক ভিজিটার্সরা প্রোডাক্টের ভিজিট করেছে
Micromax এর সাহায্যকারী ব্র্যান্ড YU এর স্মার্টফোন YU Yureka Black স্মার্টফোনটি ফ্লিপকার্ট থেকে ব্যাপক ভাবে বিক্রি হয়েছে। ফ্লিপকার্টের সেলস অ্যানালেসিস অনুসারে এই স্মার্টফোনটি ফ্লিপকার্টে প্রতি মিনিটে 80 ইউনিট বিক্রি হয়েছে।
ফ্লিপকার্ট অনুসারে তাদের কাছে প্রায় 5 লাখের ‘নোটিফাই মি’ নোটিফিকেশন এসেছে। এছাড়া 2 লাখ ইউনিক ভিজিটার্সরা এই প্রোডাক্টের পেজ ভিজিট করেছে। এই ডিভাইসটি 70 শতাংশ রেটিং এ 5 স্টার পেয়েছে।
Yu Yureka Blac এর ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। 5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে যুক্ত। এই ডিসপ্লের রেজিলিউশন 1920 x 1080 পিক্সাল। এতে 2.5D কর্নিং গ্লাস 3 এর প্রোটেকশন যুক্ত। এর ব্যাক ক্যামেরা 13MP’র আর ফ্রন্ট ক্যামেরা 13MP’র। এই স্মার্টফোনটি 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এর ব্যাটারি 3000mAh এর। এটি 4G VoLTE সাপোর্ট করে। এটি ডুয়াল সিম সাপোর্ট করে।