Yu Yureka Black এবার ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে

Updated on 06-Jun-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার যুক্ত

Yu Yureka Black  স্মার্টফোনটি সম্প্রতি লঞ্চ হয়েছে। এবার এই স্মার্টফোনটি সেলের জন্য পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটি ফ্লিপকার্ট থেকে Rs 8,999 তে কেনা যেতে পারে।

ফ্লিপ্কার্ট থেকে কিনুন 8,999 টাকায় Yu Yureka Black (Chrome Black, 32 GB) (4 GB RAM),

এই স্মার্টফোনটি ক্রোম ব্ল্যাক আর মেট ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটির স্পেক্স যদি দেখা হয় তবে দেখা যাবে যে এতে 5-ইঞ্চির ফুল HD ডিসপ্লে যুক্ত। এই ডিসপ্লের রেজিলিউশন 1920 x 1080 পিক্সাল। এতে 2.5D কর্নিং গ্লাস 3 এর প্রোটেকশন যুক্ত।

এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার যুক্ত। এতে 4GB’র র‍্যাম আছে। এটি 32GB’র ইন্টারনাল স্টোরেজ যুক্ত, স্টোরেজ কে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পার

এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা একবার দেখে নেওয়া যাক, এতে 13MP ‘র সেন্সার LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে। এটি 8MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত। এই স্মার্টফোনটি 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এর ব্যাটারি 3000mAh এর। এটি 4G VoLTE সাপোর্ট করে। এটি ডুয়াল সিম সাপোর্ট করে।

সোর্সঃ

ফ্লিপ্কার্ট থেকে কিনুন 8,999 টাকায় Yu Yureka Black (Chrome Black, 32 GB) (4 GB RAM),

Connect On :