Yu লঞ্চ করবে নতুন Yureka ব্র্যান্ড স্মার্টফোন
এই ডিভাইসটি ব্ল্যাক কালার অপশানে পাওয়া যাবে
Micromax এর সাহায্যকারী কোম্পানি YU তাদের Yureka স্মার্টফোনের নিউ ভার্শন লঞ্চ করবে। এই ডিভাইসটিতে ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। এই স্মার্টফোনটি আসলে এর ওল্ড ভেরিয়েন্টের আপগ্রেটেড ভার্শান।
এই ডিভাইসটিতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 615 এর সঙ্গে 2GB’র র্যাম আছে। এই ডিভাইসটিতে 13MP’র ফ্রন্ট ক্যামেরাও আছে। এই ডিভাইসের ব্যাকে 5MP’র ক্যামেরা আছে।
আরও দেখুনঃ Reliance Jio দিওয়ালির সময় তাদের ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে আসবে, Rs. 500 তে পাওয়া যাবে 100GB ডাটা
এই ডিভাইসটিতে ইন্টারনাল স্টোরেজ 16GB’র। এই ডিভাইসে 2500mAh এর ব্যাটারি আছে। এই স্মার্টফোনটিতে CyanogenOS আছে। আপনাদের বলে কোম্পানি তাদের এই ইউরেকা ব্র্যান্ডে আগেও বেশ কিছু স্মার্টফোন বানিয়েছে।এর মধ্যে Yureka Plus,Yureka S আর Yureka Note আছে।
আরও দেখুনঃ Xiaomi Mi Note 3 ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে অনলাইনে দেখা গেছে
আরও দেখুনঃ iPhone 8 এ থাকবে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার