আজকে এই স্মার্টফোন গুলি পেটিএমমল থেকে ক্যাশব্যাক অফারে কিনতে পাওয়া যাচ্ছে
আর স্মার্টফোনের তালিকায় অ্যাপেল আইফোনের মতন স্মার্টফোনও আছে, শুধু তাই নয় আছে ডিস্কাউন্ট অফারও
বিভিন্ন অনলাইন শপিং পোর্টাল প্রায়ই কোন না কোন জিনিসের ওপর ডিস্কাউন্ট দেয়। আর আজকে আমরা আপনাদের পেটিএমমলের কথা বলব। আজকে এখানে বেশ কিছু স্মার্টফোনের ওপর ক্যাশ ব্যাক অফার পাওয়া যাচ্ছে। পেটিএম অ্যাপের ব্যবহার করলে ক্যাশ ব্যাক পাওয়া যাচ্ছে, এছাড়া থাকছে আরও বেশ কিছু ক্যাশ ব্যাকের অফার। আর স্মার্টফোনের তালিকায় অ্যাপেল আইফোনের মতন স্মার্টফোনও আছে। শুধু তাই নয় আছে ডিস্কাউন্ট অফারও। তবে আসুন দেখা যাক যে আজকে কোন কোন স্মার্টফোনের ওপর পেটিএমমলে কেমন ক্যাশব্যাক আর ডিস্কাউন্ট অফার পাওয়া যাচ্ছে।
আজকে এই স্মার্টফোনটি পেটিএম মল থেকে 9,398 টাকায় কেনা যাচ্ছে। এর আসল দাম এখানে এর আসল দাম 11,499টাকা বলা হয়েছে এর ওপর আজকে 18%’র ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
Moto G5s Plus (Lunar Grey, 64GB)
এই 5.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের মোটোরোলা ফোনটি আজকে পেটিএম মল থেকে 13,889 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এর আসল দাম সাইটে 16,999টাকা বলা হয়েছে আর এর ওপর আজকে 18%’র ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এর রেয়ার ক্যামেরা 16 Mp’র আর ফ্রন্ট ক্যামেরা 8 Mp’র। এখান থেকে কিনুন।
এই ওপ্পোর ফোনটি আজকে পেটিএমমল থেকে 13,999 টাকায় কেনা যাচ্ছে। এর আসল দাম 19,990টাকা। আর এর ওপর এখানে 30%’র ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 13MP ‘র রেয়ার ক্যামেরা আর 16MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। এখান থেকে কিনুন।
Smartron srt.phone 64GB Titanium Grey
এই 64GB স্টোরেজের ফোনটি আজকে এখানে 9,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটির আসল দাম 14,999টাকা আর এর ওপর আজকে 33% ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 652 অক্টা কোর আছে। এখান থেকে কিনুন।
Honor 8 Lite PRA-ALOOX 64 GB (Black)
হনারের এই ফোনটি আজকে পেটিএমমলে ব্ল্যাক কালারে আপনার হতে পারে। এই ফোনটি আজকে 11,790 টাকায় কেনা যাচ্ছে। এর আসল দাম সাইটে 16,900টাকা বলা হয়েছে এর ওপর আজকে 30%’র ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।
Apple iPhone 6 32 GB (Space Grey)
আজকে এখানে আপনারা এই অ্যাপেক আইফোনটিও কিনতে পারবেন। এই ফোনটি আজকে 26,344 টাকায় কেনা যাচ্ছে। এর আসল দাম 29,500টাকা বলা হয়েছে আর এর ওপর আজকে 11%’র ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 1810 mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
Lenovo K6 Power 32 GB (Silver,3 GB RAM)
এই লেনোভোর ফোনটি আজকে 8,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে এর আসল দাম 10.799টাকা বলা হয়েছে, আর এর ওপর 17%;র ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এটি একটি ডুয়াল সিম ফোন আর এটি 13 MP রেয়ার আর 8 MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দামে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে জিনিসের দামের পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করতে পারেন।