Redmi Y2 য়ের দাম 9,999 টাকা থেকে শুরু হচ্ছে আর এটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়
Redmi Y2 একটি সেলফি সেন্ট্রিক স্মার্টফোন আর এটি গত বছরের স্মার্টফোন Redmi Y1 য়ের নেক্সট জেনারেশানের ফোন। এই স্মার্টফোনটি এর আগেও বেশ কয়েকবার সেলে এসেছে আর এর জনপ্রিয়তা দেখে এই ফোনটিকে আরও একবার আজকে অ্যামাজনে দুপুর 12টার সেলে নিয়ে আসা হয়েছে।
দাম
এই ডিভাইসটির দুটি ভেরিয়েন্ট আছে এর 3GB র্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা আর এর 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999টাকা।
Redmi Y2 য়ের স্পেসিফিকেশান
আমার এই ফোনটির স্পেসিফিকেশান একবার দেখেনি এই ফোনে একটি 5.99 ইঞ্চির ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9 আর এটি 720×1440 পিক্সাল রেজিলিউশানের ফোন। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 চিপসেট আছে আর এটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও যুক্ত। আর এটি MIUI 9.5 য়ে চলে। আর এই ডিভাইসের 3080mAh য়ের ব্যাটারি আছে।
আমার যদি এই ফোনের অপটিক্সের বিষয়টি দেখি তবে দেখা যাবে যে এই ফোনটিতে 12MP আর 5MP র ক্যামেরা সেটা দেওয়া হয়েছে। আর এই ফোনের ফ্রন্টে একটি AI যুক্ত 16MP র সেলফি ক্যামেরা আছে।