REDMI NOTE 8 ফোনটি আজকে আপনার হতে পারে

Updated on 05-Nov-2019
HIGHLIGHTS

এটি একটি কোয়াড ক্যামেরার ফোন

ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি

এর প্রাথমিক দাম 9,999 টাকা

ভারতে সবে রেডমি তাদের নোট 8 সিরিজ লঞ্চ করেছে। আর আজকে এই সিরিজের ফোন Redmi Note 8 য়ের সেল দুপুর 12 টার সময়ে হবে। এই ফোনটি আপনারা আজকে অ্যামাজন আর মি ডট কম আর মি হোম থেকে নিজের করতে পারবেন। এই ফোনটির বেস প্রাইস 9,999 টাকা আর এটি একটি কোয়াড ক্যামেরার  ফোন। ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি।

Redmi Note 8 য়ের দাম

ভারতে এই রেডমি ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের প্রাথমিক দাম 9,999 টাকা, এটি এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। আর এই ফোনের বড় ভেরিয়েন্টটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের যার দাম 12,999 টাকা রাখা হয়েছে।

Redmi Note 8 য়ের স্পেক্স আর ফিচার্স

এই রেডমি ফোনে আপনারা কোয়াড ক্যামেরা পাবেন তা আমরা আগেই বলেছি। এই ফোনে আছে একটি 6.3 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে। ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 দেওয়া হয়েছে। এই ফোনে আছে ডুয়াল কর্নিং গ্লাস 5 য়ের প্রোটেকশান। আর এইউ ফোনে আপনারা দুটি র‍্যাম আর স্টোরেজ অপশান পাবেন যা 4gb ড়য়াম আড় 64gb স্টোরেজের সঙ্গে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ দেবে আর এই স্টোরেজ 512GB পর্যন্ত এক্সপেন্ডেবেল।

ফোনটি চারটি রঙে লঞ্চ করা হয়েছে স্পেস ব্ল্যাক, মুনলাইট হোয়াইট, নেপচুন ব্লু আর কসমিক পার্পেল।  

এই ফোনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ যার মেন ক্যামেরা 48MP আর এর সঙ্গে একটি 8MP র ক্যামেরা যা আল্ট্রা ওয়াইড লেন্সের। আর 2MP র ম্যাক্রো লেন্স আর একটি 2MP র ডেপথ সেন্সার ক্যামেরা দেওয়া হয়েছে।

আর এই ফোনের ফ্রন্টে আপনারা ডট নচে একটি 13MP র ক্যামেরা পাবেন।

Connect On :