জিও ডট কম , মাই জিও অ্যাপ আর রিলায়েন্সের ডিজিটাল স্টোর থেকে এই উপায়ে আপনারা এই ফোনটি কিনতে পারবেন
আপনাদের নিশ্চই মনে আছে যে নিজেদের 41তম AGM য়ের রিলায়েন্স জিও তাদের জিওফোন 2 য়ের কথা ঘোষনা করে। এই ফোনটির দাম 2,999টাকা। আর এটই প্রথম ফিচারফোন যাতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক আর ইউটিউবের মতন জনপ্রিয় অ্যাপ গুলি থাকবে। আর এই ডিভাইসটি দেখতে অনেকটাই পুরনো ব্ল্যাকবেরি ডিভাইসের মতন।
এর মধ্যে জিওফোন 2য়ের বেশ কিছু ফ্ল্যাশ সেল হয়ে গেছে। আর প্রতিবারই সেলে আসার পরে মুহূর্তের মধ্যে এই ফোনটি বিক্রি হয়ে গেছে। আর আগামী কাল এই ফোনটি আরও একবার সেলের জন্য জিও ডট কমে আসবে। আর তার আগে আমরা আজকে আপনাদের এই ফোনটি কী করে জিও ডট কম থেকে কিনতে পারবেন সেই বিষয়ে বলব। আসুন তবে দেখে নেওয়া যাক JioPhone2 কেনার কয়েক্টি পদক্ষেপ।
আর এর আগে আপনারা আপনাদের সিস্টেমের ইন্টারনেট কানেকশান বা কার্ড ডিটেল নিজেদের কাছে রাখুন যাতে সহজেই কোন রকম সময়ের অপব্যায় ছাড়াই এই ফোনটি কেনা যায়। আসুন এবার দেখা যাক কী করে এই ফোন কেনা যাবে।
কী করে JioPhone 2 jio.com থেকে কিনবেন
এই ফিচার ফোনটি তাদের অফিসিয়াল সাইট থেকে কেনার জন্য আপনাদের এই পদক্ষেপ নিতে হবে।
জিও ডট কমে এই সেল শুরুর কিছু আগেই চলে যান।
যখন সেল শুরু হবে তখন জিওফোন 2 য়ের ব্যানারের গেট নাও বটনে ক্লিক করুন।
এবার আপনার ফোন নম্বর দিন আর OTPপান।
OTP পেলে পরের স্টেপে যান।
আর এবার অটো ফিল এক্সটেন্সান আর অন্য ডিটেল ফিল করুন।
এবার ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা নেটব্যাঙ্কিংয়ের সাহায্যে 2,999টাকা দিন।
আর এছাড়া আপনারা আপনাদের নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকেও এই ফোনটি কিনতে পারবেন। আর সেই স্টোরে সেলের দিন গিয়ে এই ফোনটি বুক করুন। আর আপনি এই ফোনটি ডিজিটাল স্টোর থেকে কিনতে গেলে নিজের সঙ্গে নিজের আদাহ্র কার্ড ও অন্যান্য দরকারি জিনিস অবশ্যই নিয়ে যান।
JioPhone 2 য়ের রিচার্জ
জিওফোন 2 কিনলে আপনাদের এই হ্যান্ডসেটে 49, 99 বা 153 টাকার রিচার্জ করতে হবে। আর এর মধ্যে থেকে আপনারা পছন্দের 4G প্ল্যানটি বেছে নিন।