অ্যামাজন ইন্ডিয়ার ইন হাউস ব্র্যান্ড 10.or তাদের নতুন স্মার্টফোন গত সপ্তাহেই লঞ্চ করেছে। এই ফোনটির নাম 10.or D2 আর এর দাম 6,999টাকা। এই ডিভাইসটি এন্ট্রি লেভেল সেগমেন্টে লঞ্চ করা হয়েছে মনে করা হচ্ছে যে এই ডিভাইসটি Xiaomi Redmi 5A র সঙ্গে প্রতিযোগী হবে। আর আজকে এই ডিভাইসটি অ্যামাজন ইন্ডিয়াতে দুপুর 12 টার সেলে কেনা যাবে। আপনাদের বলে রাখি যে এই স্মার্টফোনে 2GB র্যাম আর 16GB স্টোরেজের দাম 6,999 টাকা আর এর 3GB র্যাম আর 32GB স্টোরেজের দাম 7,999টাকা।
আপনারা এই ডিভাইসটি কিনতে চাইলে পাঞ্চাব ন্যাশানাল ব্যাঙ্ক আর IndusInd ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে আপনারা 10% ডিস্কাউন্ট পাবেন। আর এছাড়া রিলায়েন্স জিও আপনাদের 2,200 টাকার ক্যাশব্যাকের অফার দিচ্ছে। আর এছাড়া কিন্ডলে আর e-books য়ে প্রায় 200টাকা মানে 95% ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে এই ডিভাইসটি বাজাজ ফিনান্সের EMI কার্ড বা অন্য ক্রেডিট কার্ডের মাধ্যমে নো কস্ট EMI তেও কেনা যাবে।
আর এর সঙ্গে আপনারা এই ডিভাইসটি 1,000 টাকার এক্সচেঞ্জ বোনাসে পাবেন। আর যা 28 আগস্ট থেকে মাত্র 500টাকার হয়ে যাবে।
এবার আমরা এই ফোনটির স্পেক্স আর ফিচার্স একবার দেখেনি। এই ফোনে 5.45 ইঞ্চির একটি 18:9 অ্যাস্পেক্ট রেশিউও আছে। আর এই ডিভাইসে 3GB র্যামই এর হায়ার ভেরিয়েন্ট। এই ফোনে স্ন্যাপড্র্যাগন 425 প্রসেসার আছে এই ফোনটিতে একটি 13MP র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
আমরা এই ফোনের দামের বিষয়টি যদি দেখি তবে দেখা যাবে যে এই ফোনে 2GB র্যাম আর 16GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,999টাকা আর এই ফোনের 3GB র্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,999টাকা। আর এই ডিভাইসটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে।
এই ফোনটি বিয়ন্ড ব্ল্যাক আর গ্লে গোল্ড কালারে পাওয়া যাবে। এই ডিভাইসটি 28 আগস্ট থেকে কেনা যাবে। তবে অ্যামাজন প্রাইম মেম্বাররা এটি 27 আগস্টের প্রথম সেলে কিনতে পারবেন।