Xioami Jason স্মার্টফোনটি Xiaomi Mi 6X নামে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে

Xioami Jason স্মার্টফোনটি Xiaomi Mi 6X নামে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে
HIGHLIGHTS

মনে করা হচ্ছে যে এই ডিভাইসটি Xiaomi Mi 6c

গত সপ্তাহে চিনের বেঞ্চমার্কিং ওয়েবসাইট GFXBench এ Xioami Jason ডিভাইসটি দেখা গেছিল। মনে করা হচ্ছে যে এই ডিভাইসটি আসলে Xiaomi Mi 6c। আবার GizmoChina অনুসারে এই স্মার্টফোনটিকে Xiaomi Mi 6X নামে লঞ্চ করা যেতে পারে।

লিস্টিং অনুসারে এই ডিভাইসটিতে 5.1 ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিভাইসটি ফাইব ফিঙ্গার জেসচার সাপোর্ট করে। এই ডিভাইসটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 2.2GHz অক্টা কোর প্রসেসার যুক্ত। এই ডিভাইসের র‍্যাম 6GB আর এর ইন্টারনাল স্টোরেজ 64GB’র।

এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম যুক্ত। এই ডিভাইসের ব্যাটারির বিষয়ে এখনও অব্দি কিছু জানা যায়নি। এই ডিভাইসে 12 মেগাপিক্সালের অটোফোকাস ক্যামেরা আছে। কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে ব্লুটুথ GPS, NFC আর WiFi আছে।

এই ডিভাইসটির দাম 1999 Yuan অর্থাৎ প্রায় Rs 18,904 হওয়ার সম্ভাবনা আছে। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 2.2 GHz অক্টা কোর প্রসেসার আছে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo