Xiaomi 48MP র ক্যামেরার সঙ্গে 10 জানুয়ারি লঞ্চ করা হতে পারে এই নতুন ফোনটি

Updated on 09-Jan-2019
HIGHLIGHTS

Xiaomi র তরফে টিজ করা হয়েছে যে কাল মানে 10 জানুয়ারি কোম্পানি তাদের প্রথম 48MP র ক্যামেরা যুক্ত স্মার্টফোন লঞ্চ করতে পারে, আর আসুন দেখা যাক যে এই ফোনে কী থাকতে পারে

সম্প্রতি Xiaomi র তরফে জানানো হয়েছিল যে তারা তাদের Redmi সিরিজের একটি অন্য সাবব্রান্ড হিসাবে নিয়ে আসবে। আর এই সিরিজে কোম্পানি বাজেট ফোন লঞ্চ করতে পারে। আর এর মানে এই জে 10 জানুয়ারি সাওমি একটি ইভেন্ট করবে আর এই ইভেন্টে কোম্পানি তাদের নতুন আর পরবর্তী 48MP র ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসতে পারে।

সম্প্রতি কোম্পানি এই ধরনের একটি হিন্ট দিয়েছিল। আর এবার একটি নতুন ছবি দেখে এই বিষয়টি আবার সামনে এসেছে।

Xiaomi র একজিকিউটিভ এই ছবিটি পোস্ট করেছেন আর সেটি কালো রঙের। আর এর ডিজাইনে শার্প এডজ দেখা গেছে। আর এই ফোনটির ছবি দেখে একে বেশ গ্লসি বলে মনে হয়েছে। আর এছাড়া এই ফোনে আপনারা একটি ডুয়াল ভার্টিকাল ক্যামেরা সেটআপ দেখতে পারবনে, আর জানা গেছে যে এই ফোনে 48MP র ক্যামেরা থাকবে আর এতে LED ফ্ল্যাশ থাকবে।

তবে কিছু খবর অনুসারে এটি এমন একটি ফোন হতে পারে যা Xaiomi আর Redmi সিরিজে লঞ্চ করা হতে পারে, আর এর নাম Redmi Pro 2 হতে পারে। আর এখনও যে খবর সামনে এসেছে তা অনুসারে এটি Redmi X মোবাইল ফোন হতে পারে।

ভায়া: 

Connect On :