শাওমি হয়ত একটি 1080MP সেন্সারের ওপরে কাজ করবে

Updated on 03-Sep-2019
HIGHLIGHTS

শাওমি স্যামসাংয়ের 108MP ISOCELL ব্রাইট HMX সেন্সারের চারটি ফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে

MIUI গ্যালারি অ্যাপ 108MP র ফুল ইমেজ রেজিলিউশান দেখেছে

স্যামসাং 108MP ISOCELL ব্রাইট HMX সেন্সার শাওমির আকামিং ফোনে 100 মিলিয়াম এফেক্টিভ পিক্সালে আসবে

গত মাসে শাওমি স্যামসাংয়ের 108MP সেন্সারের কথার পরে সেই নিয়ে একটি টিজ করে। আর এই সেন্সারটির রেজিলিশান শাওমির কাজ করা 108 MP সেন্সারের মতন 12,032 x 9,024 পিক্সালই। আর এর সঙ্গে জানা গেছে যে শাওমি তিনটি হ্যান্ডসেটে স্যামসাংয়ের 108MP র সেন্সার নিয়ে কাজ করছে। আর XDA ডেভলাপারের একটি নতুন খবর নুসারে MIUI MI গ্যালারি অ্যাপ 108MP ইমেজ ফুল রেজিলিউশানে দেখাচ্ছে। আর এতে “tucana“, “draco“, “umi” আর “cmi,“ আর স্যামসাংয়ের 108 MP ISOCELL ব্রাইট HMX সেন্সার এই ডিভাইসে থাকতে পারে।

আর এর কোডনেম এখনও জানা জায়নি। তবে শাওমি চারটি ডিভাইস এই ব্র্যান্ডিংয়ে আনবে কারন তারা এর ওপর কাজ করছে। শাওমি হয়ত এই ডিভিইস গুলি শাওমি আর রেডমি দুটি ব্র্যান্ডের মধ্যে ভাগ করে নিয়ে আসবে, যা ডিজাইনের দিক থেকে অনেকটা একই রকমের হবে। MIUI গ্যালারি অ্যাপ 108MP ইমেজ সেন্সারের আপডেট হচ্ছে আর এর সঙ্গে এই ফোনে একটি 48MP র ক্যামেরা ফুল রেজিলিউশানে দেখা যাবে।

স্যামসাংয়ের 108MP ISOCELL ব্রাইট HMX সেন্সার শাওমি তাদের 100 মিলিয়ান পিক্সালে দেবে। আর এর সঙ্গে এতে এক্সট্রিম লাইট কন্ডিশানেও ক্যামেরা ছবি তুলতে পারবে। আর এর প্রতি সেন্সার সাইজ হবে 1/1.33 ইঞ্চির। আর এর সঙ্গে এটি নয়েজ আর ইমেজ কালার অ্যাকোয়েরেসি একই সময়ে করতে পারে।

 

Connect On :