Redmi A4 5G Launched in India
Indian Mobile Congress 2024: শাওমি কোম্পানি ভারতীয় বাজারে একটি নতুন বাজেট স্মার্টফোন Redmi A4 5G লঞ্চ করেছে। রেডমি এ4 5জি ফোনটি প্রথমে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ইভেন্টে দেখানো হয়েছে। স্মার্টফোনটি Snapdragon 4s Gen 2 প্রসেসরে কাজ করে। স্ন্যাপড্রাগন প্রসেসর সহ আসা এই ফোনটি 10,000 টাকার কম দামে আনা হয়েছে। আশা করা হচ্ছে যে ভারতে 5জি ক্ষমতা সহ আসা এটি সবচেয়ে সস্তা স্মার্টফোন হবে।
Xiaomi জানিয়েছে যে এই চিপসেট সহ আসা রেডমি এ4 5জি ভারতের প্রথম স্মার্টফোন। ভারতে রেডমি A4 5G ফোনের দাম 10000 টাকার কম রাখা হয়েছে। কোম্পানি জানিয়েছে যে শীগ্রই ভারতে এই ফোনটি লঞ্চ করা হবে তবে এখনও কোনো তারিখ প্রকাশ করা হয়েনি।
আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইন সহ Moto G85 5G ফোনে ব্যাপক ছাড়, 5000 টাকা সস্তায় কেনার সুযোগ
রেডমি আইএমসি 2024 এর ইভেন্টে কোয়ালকম এর সাথে হাত মিলিয়ে রেডমি নতুন ফোনের ঘোষনা করা হয়েছে। নতুন স্মার্টফোন Snapdragon 4s Gen 2 প্রসেসর সহ আসা ভারতের প্রথম স্মার্টফোন।
তবে এখন পর্যন্ত কোম্পানি লেটেস্ট স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ করেনি। তবে ফোনটি দুটি কালার অপশনে পাওয়া যাবে। এতে 50MP এর রিয়ার ক্যামেরা রয়েছে। এর সাথে একটি সেকেন্ডারি ক্যামেরাও পেয়ার করা।
আরও পড়ুন: লঞ্চের আগে OnePlus 13 ফোনের দাম ফাঁস, OnePlus 12 এর থেকে 6000 টাকা বেশি হবে দামি