Xiaomi Redmi 3s এর 4 মিলিয়ান ইউনিট মাত্র 9 মাসে বিক্রি হয়েছে

Xiaomi Redmi 3s এর 4 মিলিয়ান ইউনিট মাত্র 9 মাসে বিক্রি হয়েছে
HIGHLIGHTS

কোম্পানি দাবি করেছে যে, Xiaomi Redmi 3s ভারতে সবথেকে বেশি অনলাইনে বিক্রি হওয়া স্মার্টফোন

সাওমি দাবি করেছে যে, Xiaomi Redmi 3S ভারতের সবথেকে বেশি অনলাইনে বিক্রি হওয়া স্মার্টফোন. কোম্পানি জানিয়েছে যে, কোম্পানি গত 9 মাসে 40 লাখ Xiaomi Redmi 3S ইউনিট বিক্রি করেছে. Xiaomi Redmi 3s ভারতে গত বছর অগস্টে Xiaomi Redmi 3s Prime এর সঙ্গে আনা হয়েছিল.

আমেজান থেকে 6,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S (Silver, 16GB)

Xiaomi Redmi 3S এর ফিচার্স দেখলে দেখা যাবে যে এতে 4100mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে. Xiaomi Redmi 3S  ফোনটিতে 2GB র্যামের সঙ্গে 16GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে.

আরো দেখুন: Xiaomi Mi Max 2 স্মার্টফোনটি 23 মে লঞ্চ হতে পারে

Xiaomi Redmi 3S  এর ক্যামেরার দিকে দেখলে দেকাহ যাবে যে এতে, 13MP রেয়ার ক্যামেরা আর 5MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে. রেয়ার ক্যামেরার সঙ্গে LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে, সেখানে ফ্রন্ট ক্যামেরার সঙ্গে LED ফ্ল্যাশ দেওয়া হয়নি. এটি মেটাল বডির ডিজাইন যুক্ত.

আরো দেখুন: Samsung Galaxy J7 Max অনলাইনে দেখা গেছে, সামনের মাসে ভারতে লঞ্চ হতে পারে

আরো দেখুন: Samsung Z4 লঞ্চ হল, খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে

আমেজান থেকে 6,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S (Silver, 16GB)

আমেজান থেকে 9,999 টাকায় কিনুন Xiaomi Redmi 3S Prime (Gold, 32GB)

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo