Xiaomi ভারতে তাদের Redmi 6 সিরিজের স্মার্টফোন গুলি লঞ্চ করল

Updated on 05-Sep-2018
HIGHLIGHTS

Redmi 6 আর Redmi 6A ফোন দুটি ফ্লিপকার্টে পাওয়া যাবে আর সেখানে Redmi 6 Pro ফোনটি অ্যামাজনে পাওয়া যাবে

সাওমি ভারতে Redmi 6 সিরিজের স্মার্টফোন গুলি লঞ্চ করে দিয়েছে। Redmi 6 সিরিজে Redmi 6 বাজেট ফোন Redmi 6A আর Redmi 6A Pro আছে। আর Redmi 6A আর Redmi 6 ফোন দুটি ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে। আর Redmi 6 Pro রেডমি সিরিজের প্রথম ফোন যা নচের সঙ্গে এসেছে। আর এটি অ্যামাজনে কেনা যাবে।

Redmi 6 স্পেসিফিকেশান

Redmi 6 ফোনটিতে 5.45 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনটি মেটালিক ফিনিশের ফোন আর এটি ভাল গ্রিপের জন্য আর্ক ডিজাইনের সঙ্গে এসেছে। Redmi 6 ফোনে হেলিও P22 প্রসেসার আছে আর এটি আট কোর যুক্ত প্রসেসার যা 2.0GHz য়ের তাতে চলে।

এই ডিভাইসে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে আর এটি 12MP+5MP র ক্যামেরা। আর এই ফোনে AI পোট্রেড মোড আছে আর এই ফোনে ভাল ভিড কোয়ালিটির জন্য ক্যামেরা ইলেক্ট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান (EIS) আছে।

এই ডিভাইসের ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে আর এটি AI পোট্রেড মোড যুক্ত। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর সঙ্গে কোম্পানি MIUI 9.6 আছে। আর এই ফোনের ব্যাটারি 3,000mAh য়ের।

এই ফোনটিতে AI ফেস আনলক আর ফিঙ্গার প্রিন্ট রিডার আছে। আর এছাড়া এই ফোনে ডুয়াল VoLTE, স্ট্যান্ডবাই ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট আছে।

Redmi 6A স্পেসিফিকেশান

Redmi 6A ফোনটিতে একটি 5.45 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ডিভাইসের ব্যাকে 13MP র রেয়ার ক্যামেরা দেওয়া হেয়ছে আর এর ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা আছে। আর এই ফোনটি কোম্পানির বাজেট ফোন যাতে ভাল ভিডিও কোয়ালিটির জন্য EIS দেওয়া হয়েছে। আর এই ডিভাইসের ফ্রন্টে AI ইয়ের পোট্রেড মোড আছে।

এই ফোনটিতে গুগলের অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আছে আর এটি কোম্পানির MIUI 9.6 য়ে চলে আর এর ব্যাটারি 3,000mAh য়ের। আর এই ফোনে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে মি ব্যান্ড আর স্মার্ট আনলক করার অপশান দেওয়া হয়েছে।

Redmi 6A ফোনে 12nm FinFET য়ের সঙ্গে হেলিও A22 প্রসেসার যুক্ত যার ক্লক স্পিড 2.0Ghz। আর এই ফোনে দুটি সিম স্লট আছে আর ডেডিকেটেড মাইক্রো SD স্লট আছে। আর Redmi 6A ফোনে ডুয়াল VoLTE আর ডুয়াল স্ট্যান্ডবাই সাপোর্ট আছে।

Redmi 6 Pro য়ের স্পেসিফিকেশান

Redmi 6 Pro ফোনে 5.84 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আছে আর এর টপে নচ আছে। আর ইউজার্সরা এই নচ টার্ন অফও করতে পারবেন। আর এই ফোনে অ্যালুমিনিউয়াম বডি দেওয়া হয়েছে আর এটি ব্ল্যাক, ব্লু, গোল্ড আর রেড কালার অপশানে পাওয়া যাবে।

Redmi 6 Pro ফোনে স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছে। আর এই ডিভাইসে 12MP+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা আছে আর এটি পোট্রেড মোডের জন্য AI সাপোর্ট করে। Redmi Note 5 Pro তেও এই একই ক্যামেরা সেটআপ আছে। আর এই ডিভাইসের ফ্রন্টে 5MP র ক্যামেরা আছে। আর এটি HDR আর AI পোট্রেড মোড সাপোর্ট করে।

এই অ্যান্ড্রয়েড 8.1 ওরিও ফোনে কোম্পানি MIUI 9.6 য়ে কাজ করে। আর এই ডিভাইসে 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে আর এই ডিভাইসে ফেস আনলক ফিচার আছে। আর এর সঙ্গে এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

দাম আর উপ্লব্ধতা

Redmi 6 য়ের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টয়ের দাম 7,999 টাকা আর আর সেখানে এর 3GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,499টাকা। আর এই ফোনটি 10 সেপটেম্বর ফ্লিপকার্টে কেনা যাবে।

Redmi 6A য়ের 2GB র‍্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 5,999টাকা। আর এছাড়া 2GB র‍্যাম আর 32GB স্টোরেজ যুক্ত ভেরিয়েন্টের দাম 6,999টাকা রাখা হয়েছে।

Redmi 6 pro ফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা আর এর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999টাকা। আর এই ফোনটি 11 সেপ্টেম্বর অ্যামাজনে কেনা যাবে।

Connect On :