Xiaomi Redmi Y2 আর Xiaomi Mi LED Tv আজকে দুপুর 12টায় কিনুন, সঙ্গে আছে এই অফার
আজকে দুপুর 12টায় ফ্লিপকার্ট আর Mi.Com য়ের মাধ্যমে আজকে Xiaomi Redmi Y2 আর Xiaomi LED TV র সেল হবে আর আপনাদের কাছে আজকে অসাধারন সুযোগ এল
আপনারা যদি সাওমির অসাধারন সেলফি স্মার্টফোন কিনতে চান আর আর বেশ কয়েকবারের সেলের পরেও আপনারা তা কিনতে পারবেন। আর এই সুযোগ আরও একবার আপনাদের সামনে এসেছে। আর আজকে আপনারা Xiaomi Redmi Y2 আর এর সঙ্গে Xiaomiর বিখ্যাত LED TV সেলে আসতে চলেছে আর এই দুটি প্রোডাক্ট আজকে দুপুর 12টায় ফ্লিপকার্ট আর Mi.Com য়ের মাধ্যমে কেনা যাবে।
Xiaomi Redmi Y2
যদি আপনারা Xiaomi Redmi Y2 স্মার্টফোনটি কিনতে চান তবে আপনারা আজকে এই এটী আপনারা দুপুর 12টায় অ্যামাজন ইন্ডিয়া থেকে কিনতে পারবেন। আর এই ডিভাইসটির বেস ভেরিয়েন্টের দাম 3GB আর এর স্টোরেজ 32GB আর এর দাম 9,999টাকা। আর এছারা এই ফোনটির 4GB র্যাম আর 64GB স্টরেজ ভেরিয়েন্টের দাম 12,999টাকা।
আপনারা এই ডিভাইসের সঙ্গে কিছু অফারও পাবেন। এটি SBI কার্ডের মাধ্যমে কিনলে 10 শতাংস ডিস্কাউন্টয়ের সঙ্গে কেনা যাবে। আর এটি অ্যামাজন ইন্ডিয়াতে HDFC ব্যাঙ্কের মাধ্যমে কিনলে 10শতাংস ডিস্কাউন্টের সঙ্গে কেনা যাবে। আর এই ডিভাইসটি 1,800টাকার ক্যাশব্যাক আর 240GB ডাটা বিনাম্যল্যে পাওয়া যাবে।
MI TV4
Mi TV 4 আজকে এটি 44,999 টাকায় কিনতে পাওয়া যাবে। এটি একটি 55ইঞ্চির টেলিভিশান আর এটি 500,000 গুলির বেশি কনট্যান্ট অফার করে। আর আমরা যদি এর স্পেসিফিকেশানের বিষয়ে কথা বলি তবে এতে 4K রেজিলিউশানের HDR আর LED ডিসপ্লে আছে আর এর থিকনেস 4.9mm। আর এর প্যানেল 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল আর 8ms রেসপন্স টাইম অফার করে। আর এই টিভিটি 64বিট কোয়াড কোর এমপ্লজিক কার্টিক্স A53 SoC যুক্ত আর এতে Mali-T830 গ্রাফিক্স আছে। আর এটি 2GB র্যাম আর 8GB স্টোরেজ যুক্ত আর এটি ডল্বি +DTS সিস্টেম অডিওর সঙ্গে 2 8W ডক্ট ইনভার্টেড স্পিকার ফিচার যুক্ত। আর এছারা এতে ভারতের বাজারের জন্য সাওমির AI নির্ভর প্যাচওয়াল UI তে চলে।
Mi LED Smart TV 4A
সাওমির MI LED Smart TV 4A র দুটি মডেল 32ইঞ্চি আর 43ইঞ্চির যুক্ত আর এদের দাম যথাক্রমেঃ 13,999টাকা আর 22,999টাকা। আমরা যদি এর স্পেসিফিকেশানের বিষয়ে কথা ব্লি তবে এর 43ইঞ্চির ফিল এইচডি ডিসপ্লের রেজিলিউশান (1920×1080 পিক্সাল) 32 ইঞ্চির মডেল ডিস্প্লের রেজিলিউশান 1366×768 পিক্সাল। আর এইউ TV টি ফুল এইচডি ডিসপ্লে যুক্ত। আর দুটি ডিসপ্লে প্যানেলে 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল আর 60Hz রিফ্রেস রেট আছে। দুটি Mi TV 4A মডেল এমপ্লজিক কোয়াড কোর SoC যুক্ত। আর এর সঙ্গে 1GB র্যাম আর 8GB ইন্টারনাল স্টোরেজ আছে।