Xiaomi Redmi Pro 2 তে ফুল HD ডিসপ্লে থাকবে

Xiaomi Redmi Pro 2 তে ফুল HD ডিসপ্লে থাকবে
HIGHLIGHTS

Xiaomi Redmi Pro 2 তে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে অনুমান করা হচ্ছে, দুটিই 12MP’র সেন্সার যুক্ত হবে

Xiaomi Redmi Pro 2 এর বিষয়ে আসা সাম্প্রতিকতম লিকের বলা হয়েছে যে, এই ফোনটিতে ফুল স্ক্রিন ডিসপ্লে থাকবে যার রেশিও 18:9 হবে। এই খবরটি ডিসপ্লে সাপ্লায়াররা দিয়েছে।

এখনও অব্দি এই ফোনটির বিষয়ে বিভিন্ন লিক সামনে এসেছে। যার মাধ্যমে এই ফোনটির বিষয়ে অনেক খবর পাওয়া গেছে। এখনও অব্দি পাওয়া খবর অনুসারে, এতে 5.5 ইঞ্চির ফুল HD OLED ডিসপ্লে আছে। এই ডিভাইসটিতে 16MP’র রেয়ার ক্যামেরা সেটআপ আছে।

এই ডিভাইসের ব্যাটারি 4100mAh এর। গত বছর এই স্মার্টফোনটির দাম ছিল Rs. 15,000 । এই ফোনটিতে 3GB র‍্যামের সঙ্গে 32GB’র ইন্টারনাল স্টোরেজ ছিল। এই ডিভাইসে MediaTek Helio X20 প্রসেসার আছে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo