Xiaomi Redmi Pro 2 তে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে
Xiaomi Redmi Pro 2 এর ব্যাপারে এখনও অব্দি বহু ধরনের লিক সামনে এসেছে। এবার এই বিষয়ে একটি নতুন লিক সামনে এসেছে, এই নতুন লিক থেকে এই ফোনটির বিষয়ে কিছু খবর পাওয়া গেছে। Xiaomi Redmi Pro 2 কে গত বছর জুলাই মাসে আনা হয়েছিল। আসা করা হচ্ছে যে এই নতুন ডিভাইসটি আগামী মাসে লঞ্চ হতে পারে।
এই লিক অনুসারে, Xiaomi Redmi Pro 2 তে ফুল HD ডিসপ্লে থাকবে, যার রেজিলিউশন হবে 1920×1080 পিক্সাল। Xiaomi Redmi Pro 2তে এর সঙ্গে 3GB র্যামও থাকতে পারে।
এই ডিভাইসে রেয়ার ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। এর একটি ক্যামেরা 12MP’র হবে আর আর অন্য ক্যামেরাটি 5MP’র। এই ফোনের সামনের দিকে 16MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও থাকবে।