Xiaomi Redmi Pro 2 কোম্পানির ওয়েবসাইটে লিস্টেড হল

Xiaomi Redmi Pro 2 কোম্পানির ওয়েবসাইটে লিস্টেড হল
HIGHLIGHTS

এই ডিভাইসটির দাম 1,199 ইউয়ান অর্থাৎ প্রায় Rs. 12,000

গত বছর লঞ্চ হওয়া Xiaomi র স্মার্টফোন Redmi Proর আপগ্রেড স্মার্টফোন Xiaomi Redmi Pro 2কে কোম্পানির ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। পরে অবশ্য কোম্পানি এই লিস্টিংকে সরিয়ে দিয়েছে।

চিনের ওয়েবসাইট GizmoChina লিস্টিং এর স্ক্রিন শট নিয়েছিল। এই লিস্টিং এ এই স্মার্টফোনের দাম আর কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ডিভাইসটির দাম 1,199 ইউয়ান অর্থাৎ প্রায় Rs. 12,000।

আরও দেখুনঃ Nokia 7, Nokia 8 আর Nokia 9 Geekbench এ দেখা গেছে
এই ডিভাইসে 5.5 ইঞ্চি ফুল HD OLED ডিসপ্লে আছে। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আছে। এই ডিভাইসে 16MP রেয়ার ক্যামেরা সেটআপ আছে।

এই ডিভাইসে 4100mAh ব্যাটারি আছে। গত বছর এই স্মার্টফোনটির দাম Rs. 15,000  ছিল। এতে 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ ছিল। এই ডিভাইসে  MediaTek Helio X20 প্রসেসার ছিল।

আরও দেখুনঃ Samsung Galaxy Note 8 এর ছবি লিক হল

আরও দেখুনঃ Nubia N1 lite Rs. 6,999 এ ভারতে লঞ্চ হল

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo