ভারতে সবে রিয়েলমি আর রেডমি তাদের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। Realme 3 ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 3GB/32Gb আর এর দাম রাখা হয়েছে 8,999 টাকা। আর এর 4GB/64GB ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে। আর এই ফোনটির দাম দেখে মনে হচ্ছে যে এটি ভারতে সদ্য লঞ্চ হওয়া Xiaomi Redmi Note 7 ফোনকে করা প্রতিযোগিতা দেবে।
Xiaomi Redmi Note 7 ফোনটি ভারতে Redmi Note 7 Pro ফোনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই Redmi Note 7 ফোনটি ভারতে 9,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে। আর দ্বিতীয় ভেরিয়েন্টটির দাম 11,999 টাকা। এই ফোনের 4GB/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম এটি আর এর বেস ভেরিয়েন্টটি হল 3GB/32Gb আর এর দাম 9,999 টাকা। আসুন আজকে আমরা এই দুই ফোনের স্পেক্স আর ফিচার্সের একটি তুলনামূলক আলোচনা করে দেখি।
Realme 3 ফোনটিতে আপনার ব্যাক সাইডে প্লাস্টিক ডিজাইন পাবেন আর সেখানে Redmi Note 7 ফোনের ফ্রন্ট আর ব্যাকে গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। Relame 3 ফোনটিতে একটি GHD+ স্ক্রিনা ছে আর Redmi Note 7 ফোনটিতে FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনে একটি 6.3 ইঞ্চির FHD+ LTPS ডিসপ্লে আছে, আর সেখানে Relame 3 মোবাইল ফোনে আপনারা একটি 6.2 ইঞ্চির HD+ স্ক্রিন পাবেন আর এই ফোনে গ্রেইডিয়েন্ট ফিনিস দেওয়া হয়েছে আর সেখানে Redmi Note 7 ফোনে তা নেই।
Redmi Note 7 ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আছে আর এছাড়া এই ফোন দুটি স্টোরেজ অপশান আছে এই ফোনে আপনারা 3GB র্যামের সঙ্গে 32GB স্টোরেজ আর 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ অয়াবেন। আর সেখানে relame 3 ফোনটিতে আপনারা মিডিয়াটেক হেলিও P70 চিপসেট পাবেন। আর এর সঙ্গে এই ফোনটিও দুটি র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে-3GB/32GB আর 4GB/64GB।
Redmi Note 7 আর Relame 3 দুটি ডিভাইসেই ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। দুটি ফোনে ওয়াটার ড্রপ নচ পাবেন। Redmi Note 7 ফোনটিতে ডুয়াল ক্যামেরাতে 12MP+5AMP ক্যামেরা থাকবে আর সেখানে Relame 3 ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13MP+2MP র ক্যামেরা থাকবে আর এছাড়া Redmi Note 7 আর Relame 3 ফোনে ফ্রন্টে 13MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
আমরা যদি দুটি ফোনের ব্যাটারির বিষয়ে বলি তবে Redmi Note 7 ফোনটিতে কুইক চার্জ 4 য়ের সাপোর্টের সঙ্গে একটি 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এছাড়া Relame 3 ফোনটিতে আপনারা এক্রতি 4,230mAh য়ের ব্যাটারি পাবেন। আর দুটি ফোনেই অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে। আর Relame 3 কালার OS 6.0 আর Redmi Note 7 MIUI 10 য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
আমরা জানেই যে এই দুটি ফোনেরই আলাদা র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টের আলাদা দাম। Redmi Note 7 ফোনটি 3GB/32GB ভেরিয়েন্টের দাম 9,999 টাকা আর এর 4GB/64GB ভেরিয়েন্টের দাম 11,999টাকা। এটি 6 মার্চ প্রথম ফ্ল্যাশ সেলে কেনা যাবে। আর সেখানে Relame 3 ফোনটির দুটি ভেরিয়েন্টের দাম 3GB/32GB 8,999 টাকা আর 4GB/64Gb ভেরিয়েন্টের দাম 10,999 টাকা। আর এই ফোনটি 12 মার্চ প্রথম ফ্ল্যাশ সেলে কেনা যাবে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।