Xiaomi Redmi Note 5A এর বিষয়ে একটি বড় খবর সামনে এল

Updated on 14-Aug-2017
HIGHLIGHTS

Xiaomi Redmi Note 5A পারফরমেন্স আর ব্যাটারি লাইফের ক্ষেত্রে Redmi Note 5 এর থেকে আলদা হবে, এই স্মার্টফোনটির দাম Rs 10,000 অব্দি হতে পারে

আসা করা হচ্ছে যে কোম্পানি আগামী মাসে চিনে Redmi Note 5 এর সব থেকে সস্তা ভেরিয়েন্ট Redmi Note 5 লঞ্চ করতে পারে। লঞ্চের আগে এই হ্যান্ডসেটটির বিষয়ে আরও কিছু লিক সামনে এসেছে। গত মাসে এই ফোনটির রিটেল প্যাকেজিং 5.5 ইঞ্চি ডিসপ্লে আর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের বিষয়ে জানা গেছিল। আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট (১৪ আগস্ট)

নতুন লিকের অনুসারে, Redmi Note 5A ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 425 চিপস্টেক, 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ যুক্ত হবে। এই স্মার্টফোনটিতে 3080mAh এর ব্যাটারি থাকবে আর এটি অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটের MIUI 9 এ চলে। আও যান আগেছে যে এই ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা থাকবে। Redmi Note 5A একটি বাজেট হ্যান্ডসেট হবে বলে মনে করা হচ্ছে যা পারফরমেন্স আর ব্যাটারি লাইফের ক্ষেত্রে Redmi Note 5 এর থেকে আলাদা হবে।

Xiaomi Redmi Note 5, 5.5 ইঞ্চির ডিসপ্লে, কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 প্ল্যাটফর্ম যুক্ত হবে। Redmi Note 5 এর দুটি স্টোরেজ ভেরিয়েন্ট হতে পারে। দুটি ভেরিয়েন্টের একটি 3GB র‍্যামা আর 32GBস্টোরেজ যুক্ত হবে আর অন্য ভেরিয়েন্টটি 4GB র‍্যাম আর 32GB/64GB স্টোরেজ যুক্ত হবে। এই স্মার্টফোনটিতে 16MP’র রেয়ার ক্যামেরা আর 13MP’র ফ্রন্ট ক্যামেরা থাকবে। Redmi Note 5 USB টাইপ- C পোর্ট আর ব্লুটুথ 5.0 সাপোর্ট করবে। অনুমান করা হচ্ছে যে এর দাম 1,200 Yuan (প্রায় Rs 12,000) হবে। আর যেখানে Redmi Note 5A 1,000 Yuan (প্রায় Rs 10,000) দামের সঙ্গে আসতে পারে।

Xiaomi দাবি করেছে যে 6 মাসের মধ্যে তারা 5 মিলিয়ান রেডমি নোট 4 বিক্রি করেছে। কোম্পানি দাবি করেছে যে, সালের প্রথমের 6 মাসে 23 জানুয়ারি থেকে 23 জুলাই অব্দি কোম্পানি 5 এর বেশি Redmi Note 4 বিক্রি করেছে। মার্কেট রিসার্চ ফার্ম, ইন্টারন্যাশানাল ডাটা কর্পোরেশান বলেছিল যে, বছরের প্রথম তৃতীয়াংশে Xiaomi’র Redmi Note 4 সবথেকে বেশি শিপ হওয়া ফোন।  

আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট (১৪ আগস্ট)

Connect On :