Xiaomi Redmi Note 5A স্মার্টফোনটি TENNA সার্টিফিকেশান ওয়েবসাইটে দেখা গেছিল, যা থেকে এর কিছু স্পেশাল স্পেসিফিকেশানের ব্যাপারে জানা গেছে।
Xiaomi Redmi Note 5A ফোনটিতে 5.5 ইঞ্চির HD ডিসপ্লে থাকবে যার রেজিলিউশান 720 x 1280 পিক্সাল। এই স্মার্টফোনটিতে 1.4 GHz কোয়াড কোর প্রসেসার, 2GB বা 3GB র্যাম, 16GB বা 32GB’র ইন্টারনালস্টোরেজ থাকবে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 32GB অব্দি বাড়ানো যায়। এছাড়া এই ফোনটিতে 13’র রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে আর 5 মেগাপিক্সালের হবে। সাওমির MIUI 8 এর সঙ্গে এতে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম থাকবে আর এর ব্যাটারি 3000 mAh এর হবে। এই স্মার্টফোনটি 4G-LTE, VoLTE, ব্লুটুথ, WiFi, GPS/A-GPS আর একটি মাইক্রো ইউএসবি পোর্ট যুক্ত হবে। আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট
এছাড়া, Redmi 5A ছাড়া কোম্পানি তাদের হাইএন্ড ভেরিয়েন্টও লঞ্চ করবে, অনুমান করা হচ্ছে যে কোম্পানি Redmi Note 5 আর Redmi 5 স্মার্টফোনটি লঞ্চ করবে। Redmi Note 5A একটি লো এন্ড ভেরিয়েন্ট আর Redmi Note 5 হাই স্পেসিফিকেশানের সঙ্গে আসবে।
Redmi Note 5 স্মার্টফোনটিতে ফুল HD ডিসপ্লে থাকবে যার রেজিলিউশান 1920 x 1080 পিক্সাল হবে। এই হ্যান্ডসেটটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 64- বিট অক্টা-কোর প্রসেসার, অ্যাড্রিনো 508 GPU যুক্ত হবে। এর ফ্রন্টে একটি ফিঙ্গার প্রিন্ট সেন্সার থাকবে যা হোম বটনের মতন কাজ করবে। কানেক্টিভিটির জন্য এতে USB টাইপ- C 3.1, ব্লুটুথ 5 আর কুইক চার্জ 4.0 সাপোর্ট করবে।
Xiaomi Redmi Note 5 ফোনটিতে 3,790mAh এর নন রিমুভেবেল ব্যাটারি আছে। এই ফোনটিতেও MIUI 9 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট আছে। এই ফোনের রেয়ার ক্যামেরা 16 মেগাপিক্সালের আর ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সালের। এই ফোনের র্যাম 3GB আর 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে আর একটি ভেরিয়েন্ট আছে যার র্যাম 4GB আর ইন্টারনালস্টোরেজ 64GB’র। এর দাম $200 (প্রায় Rs 12,976) হবে।
আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট