Xiaomi Redmi Note 5A এর রিটেল বক্স ইমেজ সামনে এল

Xiaomi Redmi Note 5A এর রিটেল বক্স ইমেজ সামনে এল
HIGHLIGHTS

Xiaomi Redmi Note 5 ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 630 প্রসেসার আর 16MP’র রেয়ার ক্যামেরা আছে

Xiaomi Redmi Note 5 এর বিষয়ে সম্প্রতি কিছু লিক সামনে এসেছে। মানে কোম্পানি এবার Redmi Note 4 এর নতুন জেনারেশানের ওপর কাজ করছে। ববার খবর পাওয়া গেছে যে কোম্পানি Xiaomi Redmi Note 5 এর একটি স্পেস ভেরিয়েন্টেও কাজ করছে। এই ভেরিয়েন্টটি Xiaomi Redmi Note 5A হতে পারে। এবার এই ফোনটিক লাল রঙের রিটেল বক্সের সঙ্গে অনলাইনে লিক হয়েছে।
 
আপনাদের বলে রাখি যে সম্প্রতি কোম্পানি Redmi 4A, Redmi 4 আর Redmi 4 Prime নিয়ে এসেছিল। এর মধ্যে Redmi 4A সব থেকে সস্তা স্মার্টফোন, এর স্পেক্সও অন্য দুটি স্মার্টফোনের থেকে একটু কম। মনে করা হচ্ছে যে Redmi Note 5Aও তৈরি করা হচ্ছে।
এখনও অব্দি Xiaomi Redmi Note 5 এর বিষয়ে অনেক ধরনের লিক সামনে এসেছে। এই লিক থেকে জানা গেছে যে, এটি  MIUI 9 যুক্ত হবে যা অ্যান্ড্রয়েড নৌগাট অপারেটিং সিস্টেম যুক্ত হবে। এর দাম $200 (প্রায় Rs. 13,000)।
অ্যান্ড্রয়েড হেডলাইনের একটি রিপোর্ট অনুসারে, Xiaomi Redmi Note 5 এ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 প্রসেসার আছে। এই ফোনে দুটি র‍্যাম আর স্টোরেজে ভেরিয়েন্ট থাকবে- 3GB/ 32GB আর 4GB/ 64GB, এতে অ্যাড্রিনো 508 GPUও থাকবে।
 
এর সঙ্গে এই ফোনটি 5-ইঞ্চির ফুল HD 1080×1920 পিক্সাল রেজিলিউশনের ডিসপ্লে যুক্ত হবে। এতে 16MP’র রেয়ার ক্যামেরা আর 13MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  
সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo