Xiaomi Redmi Note 5A স্মার্টফোনটি 16 মেগকাপিক্সাল ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Xiaomi’র Note 5 সিরিজের Xiaomi Redmi Note 5A লঞ্চ হয়ে গেছে (স্ট্যান্ডার্ড এডিশান আর হাই এডিশান)
Xiaomi Redmi Note 5A স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এই ভেরিয়েন্ট গুলি হল 2GB র্যাম 16GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত যার দাম CNY 699(প্রায় Rs. 6,700), অন্য ভেরিয়েন্টটি 3GB র্যাম আর 32GB স্টোরেজ যুক্ত যার দাম CNY 899 (প্রায় Rs. 8,600) আর তৃতীয় ভেরিয়েন্টটি 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত যার দাম CNY 1,199 (প্রায় Rs. 11,500)। এই ফোনটির দুটী ভেরিয়েন্টে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। আর এটি আপগ্রেডেড স্পেশিফিকেন্স যুক্ত হবে। তিনটি ভেরিয়েন্টটি আজ থেকে Mi.com আর JD.com এ সেলের জন্য পাওয়া যাবে। আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট
Xiaomi Redmi Note 5A স্মার্টফোনটি লেটেস্ট MIUI 9 সফটওয়্যারে চলে আর এটি দুটি সিম কার্ড স্লট যুক্ত। এটি মাইক্রো এসডি কার্ড স্লট যুক্ত। এই স্মার্টফোনটি 5.5 ইঞ্চির HD (720×1280 পিক্সাল) ডিসপ্লে, স্ন্যাপড্র্যাগন 425 SoC, 2GB র্যাম, অ্যাড্রিনো 308 GPU আর 16GB স্টোরেজ যুক্ত। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়।
এই স্মার্টফোনটি 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা যুক্ত যা LED ফ্ল্যাশ সাপোর্ট করে, PDAF, f/2.2 অ্যাপার্চার, HDR মোড আর রিয়েল-টাইম ফিল্টার যুক্ত। এর ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সালের যা f/2.0 অ্যাপার্চার যুক্ত। এই ফোনে 3080mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা 35 ঘন্টার টকটাইম আর 11 দিনের স্ট্যান্ডবাই টাইম দেয়। কানেক্টিভিটির জন্য এতে 4G, ব্লুটুথ v4.2, Wi-Fi 802.11 b/g/n, Wi-Fi ডাইরেক্টার, আর GPS + GLONASS অফার করে।
এই স্মার্টফোনটির হায়ার ভেরিয়েন্টে দুটি স্টোরেজ ভেরিয়েন্ট আছে। একটি ভেরিয়েন্টে 3GB র্যাম আর 32GB স্টোরেজ। আর অন্য ভেরিয়েন্টটি 4GB র্যাম আর 64GB স্টোরেজ যুক্ত। দুটি ভেরিয়েন্টেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এর প্রিমিয়াম ভেরিয়েন্টটি স্ন্যাপড্র্যাগন 435 অক্টা-কোর প্রসেসার আর ইয়াড্রিনো 505 GPU যুক্ত। এর ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সালের আর এটি 76 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও রেকর্ডিং করতে পারে।
আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট