Xiaomi Redmi Note 5 Pro ফোনটি খুব তাড়াতাড়ি ফেস – আনলকিং ফিচার্স পাবে
Xiaomi Redmi Note 5 Pro ফোনটি খুব তাড়াতাড়ি OTA আপডেটের মাধ্যমে ফেস-আনল্কিং ইফচার পাএ, কোম্পানি এই ফোনটি লঞ্চ হওয়ার সময়েই এই কথা জানিয়েছিল
Xiaomi Redmi Note 5 Pro ফোনটি সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে। ভারতের বাজারে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে- 6GB র্যাম আর 4GBর্যাম। এর 6GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 16,999 টাকা, আর সেখানে এই ফোনটির 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 13,999 টাকা করা হয়েছে। এটি গোল্ড, রোজ গোল্ড, ব্লু আর ব্ল্যাক কালারে লঞ্চ করা হয়েছে। আজকের কিছু সেরা ফ্লিপকার্ট ফোন
তবে এবার খবর এই যে Xiaomi Redmi Note 5 Pro ফোনটি খুব তাড়াতাড়ি OTA আপডেটের মাধ্যমে ফেস-আনল্কিং ফিচার পাবে। কোম্পানি এই ফোনটি লঞ্চ হওয়ার সময়ই এই বিষয়ে জানিয়েছিল।
এই নতুন Xiaomi Redmi Note 5 Pro ফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য এতে থাকা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার। এতে 6GB র্যামও দেওয়া হয়েছে।
এই ফোনটিতে 20MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরাতে LED লাইটও দেওয়া হয়েছে। এতে পোট্রেট সেলফি ফিচারও দেওয়া হয়েছে, যা বোখে এফেক্টে দেয়। আর এর সঙ্গে এই ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটিতে 12MP+5MP’র রেয়ার ক্যমেরা সেটআপ দেওয়া হয়েছে।