Xiaomi Redmi Note 5 এর স্পেক্স লিক হল

Xiaomi Redmi Note 5 এর স্পেক্স লিক হল
HIGHLIGHTS

Xiaomi Redmi Note 5 এ স্ন্যাপড্র্যাগন 630 প্রসেসার আর 16MP’র রেয়ার ক্যামেরা আছে

Xiaomi Redmi Note 5 এর বিষয়ে একটি নতুন লিক সামনে এসেছে। Xiaomi Redmi Note 5 বাজারে থাকা Xiaomi Redmi Note 4 এর জায়গা নেবে। Xiaomi Redmi Note 5 একটি মিড রেঞ্জ স্মার্টফোন হবে।

একটি নতুন লিক থেকে জানা গেছে যে, Xiaomi Redmi Note 5 MIUI 9 যুক্ত হবে, যা অ্যান্ড্রয়েড নৌগাট অপারেটিং সিস্টেম যুক্ত হবে। এর দাম হবে $200(প্রায় Rs. 13,000)।

অ্যান্ড্রয়েড হেডলাইনের একটি রিপোর্ট অনুসারে Xiaomi Redmi Note 5 এ কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 প্রসেসার থাকবে, যা এবছর মে মাসে এসেছিল। এই ফোনটিতে দুটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে আনা হবে। 3GB/ 32GB আর 4GB/ 64GB এটিতে অ্যাড্রিনো 508 GPU থাকবে।

এর সঙ্গে এই ফোনটি 5-ইঞ্চির ফুল HD 1080×1920 পিক্সাল রেজিলিউশন যুক্ত হবে। এতে 16MP’র রেয়ার ক্যামেরা আর 13MP’র ফ্রন্ট ক্যামেরাও থাকবে।

সোর্সঃ  

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo