ফুল ভিউ ডিসপ্লে যুক্ত Xiaomi Redmi Note 5 28 ফেব্রুয়ারি আরও একবার কিনতে পাওয়া যাবে

Updated on 23-Feb-2018
HIGHLIGHTS

ভারতে Redmi Note 5 ফোনটির 3GBর‍্যাম ভেরিয়েন্টের দাম 9,999 টাকা আর 4GB র‍্যাম ভেরিয়েন্টটির দাম 11,999 টাকা রাখা হয়েছে

Xiaomi Redmi Note 5 ফোনটি ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে আর এই ফোনটি Xiaomi Redmi Note 4 এর জায়গা নেবে। এই ফোনটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে আছে। এটি প্রথমবার 22 ফেব্রুয়ারি অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে কিনতে পাওয়া গেছিল। আর এই সেলের কিছুক্ষনের মধ্যেই ফোনটি আউট অফ স্টক হয়ে যায়। আর এবার এই ফোনটি আরও একবার 28 ফেব্রুয়ারি দুপুর 12 টায় অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে। 

ভারতে Redmi Note 5 ফোনটির 3GB র‍্যাম ভেরিয়েন্টটির দাম 9,999 টাকা আর এর 4GB র‍্যাম ভেরিয়েন্টটির দাম 11,999 টাকা রাখা হয়েছে। Xiaomi Redmi Note 5 ফোনটির স্পেক্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.99-ইঞ্চির 18:9 ডিসপ্লে দেওয়া হেয়ছে যার রেজিলিউশান 2160 x 1080 পিক্সাল। এই ফোনটির স্টোরেজ ভেরিয়েন্টও আলাদা আলদা। 3GB র‍্যাম ভেরিয়েন্টটির সঙ্গে 32GB স্টোড়েজ আর 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1.2 নোউগাটের ওপর আধারিত MIUI 9 এ কাজ করে। এর ব্যাটারি 4000mAh এর। এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার দেওয়া হয়েছে।

Xiaomi Redmi Note 5 ফোনটিতে ক্যামেরা সেটআপ কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 12MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যা ডুয়াল LED ফ্ল্যাশ যুক্ত। এই ফোনটিতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যমেরা আছে আর এটি 8.05mm এর থিকনেস যুক্ত।

Connect On :