HIGHLIGHTS
এই ফোনটি চিনে সেল হবে আর কিছু দিন পরে এটি সেলের জন্য পাওয়া যাবে Xiaomi Redmi Note 4X কে এবার নতুন ব্লু কালার ভেরিয়েন্টের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এর আগে এই ডিভাইসটি গোল্ড, হোয়াইট, গ্রে আর পিং রঙে পাওয়া যেত। এবার এটি নতুন ব্লু রঙেও পাওয়া যাবে। এই নতুন ব্লু রঙের ফোনটি অনেক বেশি প্রিমিয়াম। এর সঙ্গে এই নতুন রঙের ভেরিয়েন্টের স্পেক্সও আসল ডিভাইসের থেকে একটু আলাদা।
ফ্লিপ্কার্ট থেকে কিনুন 10,999 টাকায় Redmi Note 4 (Gold, 32 GB) (3 GB RAM),
এই ফোনটি চিনেই পাওয়া যাবে আর কিছু দিনের মধ্যেই এটি সেল হওয়া শুরু করবে। এই ডিভাইসটিকে সাওমির চিনের ওয়েবসাইটে লিস্টিং করা হয়েছে।
আরও দেখুনঃ লাভার এই নতুন Lava Z25 ফোন সম্পর্কে এই ভিডিওটিতে আরও ডিটেলসে জানুন
Xiaomi Redmi Note 4X ব্লু কালার ভেরিয়েন্টের ফিচার্স গুলি এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.5-ইঞ্চির FHD ডিসপ্লে আছে। এই ডিভাইসে হেলিও X20 চিপস্টিক স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসারের সঙ্গে দেওয়া হয়েছে। এর ইন্টারনাল স্টোরেজ 64GB ‘র আর এর র্যাম 4GB। এই স্মার্টফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।
সোর্সঃ ইমেজ সোর্সঃ
ফ্লিপ্কার্ট থেকে কিনুন 10,999 টাকায় Redmi Note 4 (Gold, 32 GB) (3 GB RAM),
Latest Article
OPPO Reno 13 Pro 5G with 50MP selfie camera Launched Price in India Specs
OPPO Reno 13 Pro 5G ভারতে লঞ্চ, 50MP সেলফি ক্যামেরা, 12GB RAM এবং AIRVOOC ফাস্ট চার্জিং রয়েছে ফোনে, জানুন দাম কত
OPPO reno 13 5G with Dimensity 8350 Processor Launched in India Check Price
50MP সেলফি ক্যামেরা সহ OPPO Reno 13 5G ভারতে লঞ্চ, জলের ভিতরেও তোলা যাবে ছবি
Poco X7 series with up to 6550mah battery IP69 rating launched in India price specs and more
POCO X7 5G এবং POCO X7 Pro ভারতে লঞ্চ, দাম 19999 টাকা থেকে শুরু
Samsung Galaxy A55 5G and Galaxy A35 5G smartphones Price drop on official website
6000 টাকা পর্যন্ত সস্তা হল দুটি Samsung Galaxy 5G ফোন, একটিতে রয়েছে 32MP সেলফি ক্যামেরা OnePlus 13 লঞ্চের সাথেই সস্তা হল 12GB RAM সহ OnePlus ফোন, একধাপে 12 হাজার টাকার কমল দাম
Cheapest Airtel Data Vouchers Under Rs 50 in 2025
2025 সালের Airtel এর 50 টাকার কম দামের ডেটা ভাউচার, সবচেয়ে সস্তা 11 টাকার
Jio 55G network What is it and what it means for users
ভারতে এল Jio 5.5G, কী এই প্রযুক্তি যা দেবে 1Gbps এর হাই-স্পিড ডেটা, জানুন সমস্ত কিছু
POCO X7 and Poco X7 Pro India launch today Check expected Price specs
ভারতে আজ লঞ্চ হবে POCO X7 এবং POCO X7 Pro, কত হবে দাম এবং স্পেসিফিকেশন জানুন
Realme 12x 5G price huge discount on Flipkart deal
50MP ক্যামেরা সহ Realme এর দুর্দান্ত স্মার্টফোনে বাম্পার ছাড়, 12 হাজার টাকা কম দামে কেনার সুযোগ
Oppo Reno 13 series to launching in India on 9 January what to expect
Oppo Reno 13 সিরিজ আগামীকাল ভারতে হবে লঞ্চ, কেমন হবে দাম এবং স্পেসিফিকেশন জেনে নিন সমস্ত কিছু