Xiaomi Redmi Note 4X প্রিমিয়াম ব্লু রঙে লঞ্চ হল

Xiaomi Redmi Note 4X প্রিমিয়াম ব্লু রঙে লঞ্চ হল
HIGHLIGHTS

এই ফোনটি চিনে সেল হবে আর কিছু দিন পরে এটি সেলের জন্য পাওয়া যাবে

Xiaomi Redmi Note 4X কে এবার নতুন ব্লু কালার ভেরিয়েন্টের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এর আগে এই ডিভাইসটি গোল্ড, হোয়াইট, গ্রে আর পিং রঙে পাওয়া যেত। এবার এটি নতুন ব্লু রঙেও পাওয়া যাবে। এই নতুন ব্লু রঙের ফোনটি অনেক বেশি প্রিমিয়াম। এর সঙ্গে এই নতুন রঙের ভেরিয়েন্টের স্পেক্সও আসল ডিভাইসের থেকে একটু আলাদা।

ফ্লিপ্কার্ট থেকে কিনুন 10,999 টাকায় Redmi Note 4 (Gold, 32 GB) (3 GB RAM),

এই ফোনটি চিনেই পাওয়া যাবে আর কিছু দিনের মধ্যেই এটি সেল হওয়া শুরু করবে। এই ডিভাইসটিকে সাওমির চিনের ওয়েবসাইটে লিস্টিং করা হয়েছে।

আরও দেখুনঃ লাভার এই নতুন Lava Z25 ফোন সম্পর্কে এই ভিডিওটিতে আরও ডিটেলসে জানুন

Xiaomi Redmi Note 4X ব্লু কালার ভেরিয়েন্টের ফিচার্স গুলি এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.5-ইঞ্চির FHD ডিসপ্লে আছে। এই ডিভাইসে হেলিও X20 চিপস্টিক স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসারের সঙ্গে দেওয়া হয়েছে। এর ইন্টারনাল স্টোরেজ 64GB ‘র আর এর র‍্যাম 4GB। এই স্মার্টফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

সোর্সঃ   ইমেজ সোর্সঃ  

ফ্লিপ্কার্ট থেকে কিনুন 10,999 টাকায় Redmi Note 4 (Gold, 32 GB) (3 GB RAM),

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo