এই স্মার্টফোনটি ভারতে জানুয়ারিতে এসেছিল, এটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায়
Xiaomi Redmi Note 4, 14 জুন দুপুর 12 টায় ফ্লিপকার্টে সেলের জন্য পাওয়া যাবে। এই স্মার্টফোনটির দাম Rs. 9,999 থেকে শুরু। এই স্মার্টফোনটি জানুয়ারিতে ভারতে এসেছিল। এটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায়।
এটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায়- 2GB র্যামের সঙ্গে 32GB’র ইন্টারনাল স্টোরেজ, যার দাম Rs. 9,999। এই ফোনের 3GB র্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভেরিয়েন্টটির দাম Rs. 10,999 আর এর 4GB র্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভেরিয়েন্টের দাম Rs. 12,999। এটি গোল্ড, গ্রে, মেট ব্ল্যাক আর সিলভার রঙে পাওয়া যায়।
Xiaomi Redmi Note 4 স্মার্টফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.5-ইঞ্চির HD 2.5D কার্ভড ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1920×1080 পিক্সাল। এতে 2.0GHz অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছে। এটি অ্যাড্রিনো 506GPU যুক্ত। এতে হাইব্রিড সিম আছে। এটি অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেম যুক্ত। এর ব্যাটারি 4100mAh এর। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।
এই ফোনটির স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এর ক্যামেরা সেটআপ কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনে 13 মেগাপিক্সালের অটোফোকাস রেয়ার ক্যামেরা ডুয়াল টোন LED ফ্ল্যাশের সঙ্গে আছে। এই ফোনটির সামনের দিকে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে। এটি 4G VoLTE সাপোর্ট করে। এটি USB টাইপ C ফিচার্স যুক্ত। এর ওজন 175 গ্রাম আর এর থিকনেস 8.35mm ।