Xiaomi Redmi Note 4 আজ থেকে প্রি অর্ডারের জন্য পাওয়া যাবে

Xiaomi Redmi Note 4 আজ থেকে প্রি অর্ডারের জন্য পাওয়া যাবে
HIGHLIGHTS

Xiaomi Redmi Note 4 কে আজ দুপুর 12 টায় Mi.com আর ফ্লিপকার্টে রি অর্ডার করা যাবে

যদি আপনি Xiaomi Redmi Note 4 অনেক দিন ধরে কেনার কথা ভাবছেন তবে আজ আপনার জন্য একটি ভাল সুযোগ এসেছে। আসলে আজ দুপুর 12 টায় Xiaomi Redmi Note 4 mi.com আর ফ্লিপকার্টে প্রি অর্ডার করা যাবে।

Xiaomi Redmi Note 4 এর দাম ভারতে Rs. 9,999 থেকে শুরু হয়। এটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায়। একটি 2GB র‍্যাম এর সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ যার দাম Rs. 9,999। এর 3GB র‍্যামা আর 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম Rs. 10,999। আর এই ফোনটির 4GB র‍্যামা আর 64GB ইন্টারনাল স্টোরেজের দাম Rs. 12,999। এটি গোল্ড, গ্রে, মেট ব্ল্যাক আর সিলভার রঙে পাওয়া যাবে।

ফ্লিপ্কার্ট থেকে কিনুন 10,999 টাকায় Redmi Note 4 (Gold, 32 GB) (3 GB RAM),

Xiaomi Redmi Note 4 স্মার্টফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে একটি 5.5-ইঞ্চির ফুল HD 2.5D কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজিলিউশন 1920×1080 পিক্সাল। এই ফোনটিতে 2.0GHz অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছে। এতে হাইব্রিড সিম স্লট আছে। এটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেম যুক্ত। এতে 4100mAh এর ব্যাটারি আছে। এই ফোনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে। 

ফ্লিপ্কার্ট থেকে কিনুন 10,999 টাকায় Redmi Note 4 (Gold, 32 GB) (3 GB RAM),

আরও ভাল ডিলস এখানে দেখুন 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo