Xiaomi Redmi Note 4 ফোনটির দাম কমে গেছে

Updated on 14-Nov-2017
HIGHLIGHTS

Xiaomi Redmi Note 4 ফোনটির ওপর 15 নভেম্বর পর্যন্তই এই ছার পাওয়া যাবে

Xiaomi Redmi Note 4 ফোনটির দাম কমিয়ে দেওয়া হয়েছে। ভারতে ১৫ই নভেম্বর পর্যন্ত এই স্মার্টফোনটি কম দামে ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাবে। Xiaomi Redmi Note 4 ফোনটির 3GB র‍্যাম ভেরিয়েন্টের ওপর ১০০ টাকার ডিস্কাউন্ট দেওয়া হয়েছে। এই ডিস্কাউন্টের সুযোগ পেতে গেলে আপনাকে Mi.com এ যেতে হবে।

আর সেখানে Xiaomi Redmi Note 4 ফোনটির 4 GB র‍্যামটি এখন Rs.11,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে, আগে এই ফোনটির দাম ছিল Rs 12,999 ।  

Xiaomi Redmi Note 4 ফোনটির ফিচার্স এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.5-ইঞ্চির ফুল HD 2.5D কার্ভড ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশান 1920×1080 পিক্সাল। এই ফোনটিতে 2.0GHz  অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছে। এই ফোনটিতে অ্যাড্রিনো 506GPU যুক্ত। এই ফোনটিতে হাইব্রিড সিম আছে আর এতে অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেম যুক্ত। এই ফোনের ব্যাটারি 4100mAh এর। আর এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

Redmi note 4 ফোনটিতে 13MP’র  রেয়ার ক্যামেরা আছে যা f/2.0 অ্যাপার্চার আর, LED ফ্ল্যাশ যুক্ত। আর এই ফোনের ফ্রন্টের সেলফি ক্যামেরাটি 5MP'র। এই ফোনটিতে রেয়ার মাইন্ডেড ফিঙ্গার প্রিন্ট সেন্সার আছে। 

Connect On :