Xiaomi Redmi Note 4 আজ থেকে প্রি-অর্ডার করা যাবে

Updated on 25-May-2017
HIGHLIGHTS

এর আগে এই স্মার্টফোনটি শুধু ফ্ল্যাশ সেলের মাধ্যমে কেনা যাচ্ছিল

Xiaomi Redmi Note 4 আজ থেকে কোম্পানির নিজস্ব ওয়েব সাইট Mi.com এ প্রি অর্ডারের জন্য তৈরি. এর আগে এই স্মার্ট ফোনটি সুধু ফ্ল্যাশ সেলের মাধ্যমে পাওয়া যাচ্ছিল. কোম্পানির স্মার্টফোন Xiaomi Redmi Note 2  ও বেশ সফল ছিল.   বিশাল ডিস্কাউন্টের সঙ্গে এই প্রোডাক্ট গুলি হতে পারে আপনার

এই ডিভাইসের দাম Rs. 9,999. এই স্মার্টফোনে 2GB র্যাম এর সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পাওয়া যাচ্ছে. সেখানে এই স্মার্টফোনের 3GB ভেরিয়ান্ট এর দাম Rs.10,999 আর 4GB র্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজের দাম Rs.12,999 করা হয়েছে.

আরো দেখুন: Xiaomi Redmi 4A সস্তা 4G VoLTE স্মার্টফোন এর প্রথম ঝলক, দেখেনিন এটিই আপনার জন্য সব থেকে সেরা কিনা !

এই স্মার্টফোনটি ডার্ক গ্রে, ব্ল্যাক আর গোল্ড কালারে পাওয়া যাচ্ছে. এই ডিভাসে 5.5 ইঞ্চি ফুলHD আছে যার রেজিলিউশন 1920 x 1080. এই স্মার্টফোনে 2.0GHz অক্টাকোর প্রসেসার আছে. এই ডিভাইসের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে.

এই ডিভাইসটিতে  4100mAh ব্যটারি আছে. এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলোতে কাজ করে. এই ডিভাইসে রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সাল আর ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের. কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে 4G VoLTE, ব্লুটুথ 4.2, ওয়াই ফাই (802.11 b/g/n), GP AGS/GLONASS আর টাইপ C ইউএসবি আছে.

আরো দেখুন: ASUS ZenBook UX330 স্লিম ল্যাপটপ ভারতে হল লঞ্চ, এর দাম Rs. 76,990

আরো দেখুন: Facebook লঞ্চ করল 360 video streaming ফিচার

বিশাল ডিস্কাউন্টের সঙ্গে এই প্রোডাক্ট গুলি হতে পারে আপনার

সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :