১ মার্চ অর্থাত আজ ভারতে লঞ্চ করতে চলেছে রেডমি নোট ফোর ব্ল্যাক। চাইনিজ মোবাইল প্রস্তুতকারক সংস্থা সাওমি পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজ ১ মার্চ থেকেই ভারতীয় বাজারে আসছে রেডমি নোট ফোরের ব্ল্যাক হ্যান্ডসেট। এমনিতে রেডমি নোট ফোরের তিনটি হ্যান্ডসেট ভারতীয় বাজারে সুলভ। গোল্ড, গ্রে এবং সিলভার, এই তিন রঙের রেডমি নোট ফোর ভারতের বাজারে সহজলভ্য হলেও 'ব্ল্যাক ভার্সন' এখনও পর্যন্ত দুষ্প্রাপ্য। তবে রেডমি প্রেমীদের জন্য ফেব্রুয়ারির শেষেই এল সুখবর। ব্ল্যাক নোট ফোর হাতে পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.12,999 টাকায় Redmi Note 4
রেডমি নোট ফোর ব্ল্যাক পাওয়া যাবে কেবলমাত্র দুটি জায়গায়, একটি রেডমি ইন্ডিয়ার ওয়েবসাইট Mi.com এবং অনলাইন বিপণনী ওয়েবসাইট ফ্লিপকার্টে। উল্লেখ্য, রেডমি নোট ফোর ব্ল্যাকের ক্ষেত্রে দামে কোনও পরিবর্তন হচ্ছে না।
আরও দেখুন : HTC ডিজায়ার 10 প্রো প্লাস্টিক বডি গোল্ডেন মেটাল এক্সেন্টস এর সঙ্গে দেওয়া
সাওমি রেডমি নোট 4 স্মার্টফোনের দাম 9999 টাকা থেকে শুরু হয়. এই স্মার্টফোন কে তিনটি ভেরিয়েন্টে চালু করা হয়েছে. এর 2GB র্যাম এবং 32GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম 9999 টাকা রাখা হয়, এর সঙ্গে 3GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ এর দাম 10,999 টাকা রাখা হয়েছে. এছাড়া এর 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম 12,999 টাকা রাখা হয়েছে.
সাওমি রেডমি নোট 4 স্মার্টফোনের ফিচার সম্পর্কে আসা যাক, ফোনে একটি 5.5 ইঞ্চি ফুল HD 2.5D কাবার্ড ডিসপ্লে উপস্থিত রয়েছে. ফোনের ডিসপ্লে রেজুলেশন 1920×1080 পিক্সেল. ফোনে 2.0GHz অক্টা-কোর স্ন্যাপড্রাগন 625 প্রসেসর উপস্থিত রয়েছে. এটা অ্যাড্রিনো 506GPU দিয়ে সজ্জিত করা. এতে একটি হাইব্রিড সিম রয়েছে. এই ফোন অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি. ফোনে 4100mAh ব্যাটারি রয়েছে. এছাড়া ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও দেওয়া হয়েছে. ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.12,999 টাকায় Redmi Note 4
ফোনের স্টোরেজ কে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 128 গিগাবাইট পর্যন্ত সম্প্রসারিত করা যেতে পারে. যদি ফোনের ক্যামেরা সেটআপ এ নজর দি তাহলে, ফোনে একটি 13 মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা ডুয়াল টোন LED ফ্ল্যাশ এর সঙ্গে দেওয়া হয়েছে. এছাড়া ফোনের সামনের দিকে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া রয়েছে. ফোনে 4G VoLTE সাপোর্ট ও উপস্থিত রয়েছে. এটি USB টাইপ C ফিচর দিয়ে ও সজ্জিত করা. ফোনের ওজন 175 গ্রাম এবং বেধ 8.35mm.
আরও দেখুন : সাওমি Mi 5C স্মার্টফোন 3GB র্যাম এবং ফুল ডিসপ্লে সঙ্গে লঞ্চ
আরও দেখুন : এয়ারটেল আনছে 145 টাকার প্লান, যুজর্স পাবেন 14GB ডাটা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা
ফ্লিপ্কার্ট থেকে কিনুন Rs.12,999 টাকায় Redmi Note 4