এই নতুন স্মার্টফোনটি 64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, এর র্যা ম 4GB’র
Xiaomi Redmi Note 4 Lake Blue ভেরিয়েন্টটি ভারতে লঞ্চ হয়েছে। এর দাম Rs. 12,999। এই ফোনটি Mi.com আর Flipkart এ কেনা যাবে। এই নতুন স্মার্টফোনটি 64GB স্টোরেজ ভেরিয়েন্ট আর 4GB র্যা মের সঙ্গে আনা হয়েছে।
Xiaomi Redmi Note 4 Lake Blue ফোনটিতে ফুল HD (1080×1920 পিক্সাল) 2.5D কার্ভড গ্লাস IPS ডিসপ্লে আছে। এই ফোনের প্রসেসার স্ন্যাপড্র্যাগন 625 আর এর 64GB’র ইন্টারনাল স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে।
Xiaomi Redmi Note 4 Lake Blue ফোনটিতে 13-মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 4100mAh এর। এটি একটি 4G VoLTE ফোন,এটি GPS,ব্লুটুথ, ওয়াই-ফাই যুক্ত।