ফ্লিপকার্টের একটি ব্যানার থেকে এই বিষয়ে খবর পাওয়া গেছে
Xiaomi Redmi Note 4 কে কোম্পানি তাদের সেই তালিকায় রাখেনি যেখানে সেই স্মার্টফোনের নাম আছে যেগুলি তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের MIUI 9 এর আপডেট পাবে। এই তালিকাটি জুলাই মাসের শুরতে আনা হয়েছিল। এবার ফ্লিপকার্টের একটি টিজারে কনফার্ম হয়েছে যে Xiaomi Redmi Note 4ও খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট পাবে।
ফ্লিপকার্টে Xiaomi Redmi Note 4 এর সেল 2 আগস্ট হবে। এই সেল পেজের শেষে জানানো হয়েছে যে Xiaomi Redmi Note 4 অ্যান্ড্রয়েড নৌগাট যুক্ত হবে।
Xiaomi Redmi Note 4 এর দাম ভারতে Rs. 9,999 থেকে শুরু হয়। এটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায়- 2GB র্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত যার দাম Rs. 9,999। আর এই ফোনের আরও একটি ভেরিয়েন্ট যাতে 3GB র্যামা আর 32GB ইন্টারনাল স্টোরেজ আছে তার দাম Rs. 10,999 এবং এর সবথেকে বড় ভেরিয়েন্টটি 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনটির দাম Rs. 12,999। এটি গোল্ড, গ্রে, মেট ব্ল্যাক আর সিলভার রঙে পাওয়া যায়।
Xiaomi Redmi Note 4 স্মার্টফোনটির ফিচার্স একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.5-ইঞ্চির ফুল HD 2.5D কার্ভড ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশান 1920×1080 পিক্সাল। এই ফোনটিতে 2.0GHz অক্টাকোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছে। এটি অ্যাড্রিনো 506GPU যুক্ত। এতে হাইব্রিড সিমস্লট আছে আর এটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটিতে 4100mAh এর ব্যাটারি আছে। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে।