Redmi 5G ফোনে 22,000 টাকার বেশি ছাড়, 8GB RAM সহ ফোন আর মিলবে না সস্তায়!

Redmi 5G ফোনে 22,000 টাকার বেশি ছাড়, 8GB RAM সহ ফোন আর মিলবে না সস্তায়!
HIGHLIGHTS

শাওমির একটি জনপ্রিয় 5G Smartphone -এ বাম্পার ডিল অফার করা হচ্ছে

Flipkart সাইটে শাওমির রেডমি নোট 12 প্রো 5G ফোনটি কম দামে কেনার সুযোগ রয়েছে

ফোনের 8GB RAM এবং 256GB স্টোরজে মডেলটি 23,999 টাকায় লিস্ট করা হয়েছে

আপনি যদি একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে এই Smartphone Deal একটি ভাল বিকল্প হতে পারে। শাওমির একটি জনপ্রিয় Redmi 5G Smartphone -এ বাম্পার ডিল অফার করা হচ্ছে। আমরা কথা বলছি Xiaomi Redmi Note 12 Pro 5G ফোনের। অনলাইনে এই ফোনটি আরও সস্তায় কেনা যাবে।

আসলে Flipkart সাইটে শাওমির রেডমি নোট 12 প্রো 5G ফোনটি কম দামে কেনার সুযোগ রয়েছে। ফোনের 8GB RAM এবং 256GB স্টোরজে মডেলটি 23,999 টাকায় লিস্ট করা হয়েছে। তবে আপনি এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক কার্ড পেমেন্টে ফোনটি আরও কম দামে কিনতে পারবেন।

আরও পড়ুন: Virat Kohli, Shreyas Iyer সেমিফাইনালে পরেছিল Whoop fitness band, কী বিশেষ রয়েছে এতে? জানুন

Redmi Note 12 Pro 5G ফোনে অফার

Redmi Note 12 Pro 5G

আপনি যদি Flipkart Axis Bank কার্ড ব্যবহার করে এই Redmi ফোনটি কিনলে 5% ক্যাশব্যাকের সুবিধা পাবেন।

নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে Redmi Note 12 Pro 5G ফোনে 3000 টাকার ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে।

আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 22,150 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ প্রাইস আপনার পুরানো ফোনের অবস্থার উপর নির্ভর করবে।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সহ Samsung 5G ফোনে Bumper Deal, 10 হাজার টাকা পর্যন্ত ছাড়

Redmi Note 12 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

Redmi-note-12-pro-5G
Xiaomi 5G ফোনে 22,000 টাকার বেশি ছাড়

ডিসপ্লের কথা বললে, এতে 6.67-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে।

পারফরম্যান্সের জন্য ফোনে 8GB RAM এবং 256GB স্টোরেজ পাওয়া যাবে।

প্রসেসর হিসেবে ফোনে Mediatek Dimensity 1080 চিপসেট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনে টিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 50MP(OIS)+8MP+2MP রয়েছে। এবং ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা দেওয়া।

ব্যাটারি ক্ষেত্রে ফোনে 5000mAh লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: চলতি মাসেই ভারতে আসছে Lava Agni 2S, কম দামে থাকবে 5G ফোনের ফিচার, জানুন কী থাকবে বিশেষ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo