9000 টাকার কম দামে ভারতে লঞ্চ হল Redmi A4 5G ফোন, Realme, Samsung Oppo ফোনের বাড়ল চিন্তা
Redmi A4 5G ফোনটি ভারতে 9000 টাকারও কম দামে লঞ্চ করা হয়েছে
রেডমি এ4 5জি ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে
রেডমি এ4 5জি ফোনের প্রথম সেল 27 নভেম্বর দুপুর 12টা থেকে শুরু হবে
সস্তা 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Redmi A4 5G ভারতে হাজির হয়ে গেছে। রেডমির বহু প্রতীক্ষিত এন্ট্রি লেভেল স্মার্টফোন রেডমি এ4 5জি ভারতে অক্টোবর মাসে IMC 2024 ইভেন্টে শোকেস করা হয়েছিল। রেডমি এ4 5জি ফোনটি ভারতে 9000 টাকারও কম দামে লঞ্চ করা হয়েছে। ফোনের দাম কম হওয়া সত্বেও প্রিমিয়াম ফিচার সহ আসে। আসুন জেনে নেওয়া যাক রেডমি এ4 5জি ফোনটি কত টাকা দামে আনা হয়েছে এবং স্পেসিফিকেশন কী।
Redmi A4 5G ফোনের দাম কত
রেডমি এ4 5জি ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।
- ফোনের 4GB RAM+64GB স্টোরেজ মডেলের দাম 8499 টাকা
- 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 9499 টাকা
The #RedmiA4 5G, powered by @Snapdragon_IN, brings blazing #5G speeds, sleek design, and unmatched performance.
— Redmi India (@RedmiIndia) November 20, 2024
From multitasking to gaming, this smartphone handles it all like a pro.
Sale goes live on 27th Nov, 2024.
Know more: https://t.co/WJnzQ4CgSA
Ab #IndiaKarega5G pic.twitter.com/xTQYw0NpAz
তবে বলে দি যে দুটি মডেলের এই দাম ব্যাঙ্ক অফারের পর পাওয়া যাবে। রেডমি এ4 5জি ফোনের প্রথম সেল 27 নভেম্বর দুপুর 12টা থেকে শুরু হবে। রেডমি ফোনের বিক্রি Amazon এবং শাওমি ইন্ডিয়া ই-স্টোর সহ শাওমি রিটেল স্টোর থেকে কেনা যাবে।
আরও পড়ুন: Redmi এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন ভারতে আজ হবে লঞ্চ, জানুন কত হবে দাম এবং ফিচার
রেডমি এ4 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ডিসপ্লে: রেডমি এ4 5জি ফোনটি 6.88-ইঞ্চি LCD স্ক্রিন, HD+ ডিসপ্লে সহ আসে। এটি 120Hz রিফ্রেশ রেট, 1650×720 রেজোলিউশন এবং 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: রেডমি ফোনটি কোয়ালকম Snapdragon 4s Gen 2 চিপসেটে কাজ করে।
RAM এবং স্টোরেজ: নতুন রেডমি ফোনে 4GB LPDDR4X RAM এবং 4GB ভার্চুয়াল RAM সহ 64GB/128GBUFS 2.2 স্টোরেজ দেওয়া।
ক্যামেরা: রেডমি এ4 5জি ফোনটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং অক্সিলিয়ারি সেকেন্ডারি ক্যামেরা সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5MP ফ্রন্ট সেন্সর দেওয়া।
ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 5160mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: iQOO এর সস্তা 5G ফোন আরও সস্তায় কেনার সুযোগ, একধাপে অনেকটা কমল দাম
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile