Xiaomi Redmi 7 4000mAh ব্যাটারির সঙ্গে চিনে লঞ্চ হয়েছে, এর প্রাথমি দাম প্রায় 7000টাকা

Xiaomi Redmi 7 4000mAh ব্যাটারির সঙ্গে চিনে লঞ্চ হয়েছে, এর প্রাথমি দাম প্রায় 7000টাকা
HIGHLIGHTS

Xiaomi Redmi 7 ফোনটি চিনে 7000 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে আর এই ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হতে পারে

হাইলাইট

  • Redmi 7 ফোনে 4000mAh য়ের ব্যাটারি আছে
  • এই স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে
  • ভারতে এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে

 

Xiaomi আজকে বেজিংয়ে চিনের একটি ইভেন্টে Redmi 7 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই ইভেন্টে চিনে Redmi Note7 Pro ও লঞ্চ করা হয়েছে আর যা কোম্পানি গত মাসে ভারতে লঞ্চ করেছিল। Redmi 7 ফোনটি গত বছর লঞ্চ হওয়া ফোন Redmi 6 স্মার্টফোনের আপগ্রেটেড ভার্সান আর যা Redmi 6 Pro আর Redmi 6A র সঙ্গে লঞ্চ করা হয়েছিল। Redmi 7 চিনে 699 yuan (প্রায় 7,000 টকা) প্রাথমিক দামে লঞ্চ করা হয়।

Redmi 7 তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 699Yuan আর এই ফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের দাম 799 yuan আর এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 999yuan। আর এখন কোম্পানি এই স্মার্টফোনটি ভারতে লঞ্চ করার কথা জানায়নি তবে আশা করা হচ্ছে যে এই ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে।

Redmi 7 ফোনটিতে 6.26 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনের বৈশিষ্ট্য এর বড় ব্যাটারি। আর এই ফোনটি 4000mAh য়ের ব্যাটারির সঙ্গে এসেছে। এই ফোনটি 18W চার্জার সাপোর্ট করে। হার্ডওয়্যারের ক্ষেত্রে Redmi 7 ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 দেওয়া হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে এই Redmi 7 ফোনে 12MP র প্রাইমারি ক্যামেরার সঙ্গে 2MP র সেকেন্ডারি ক্যামেরা পাবেন। আর এই ফোনে একটি 8MPর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ডিজাইনের ক্ষেত্রে Redmi 7 ফোনের টপে একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। আর এই ফোনটি চারটি পাতলা বেজেল যুক্ত। আর এই ডীভাইসেরে রেয়ার প্যানেলে LED ফ্ল্যাশ আছে। আর এই ফোনে পলিকার্বোনেড ফিনিশ দেওয়া হয়েছে।

Redmi 7 ফোনে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।  

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo