Xiaomi Redmi 6 Pro য়ের সঙ্গে Nokia 6.1 Plus ফোনের স্পেক্সের তুলনামূলক আলোচনা

Updated on 04-Jan-2019
HIGHLIGHTS

আজকে আমরা Xiaomi Redmi 6 Pro আর Nokia 6.1 প্লাস এই দুটি মিড রেঞ্জ স্মার্টফোনের তুলনা করে দেখব

Nokia 6.1 Plus ফোনটি গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামে চলে, আর এর মানে এই যে এই ফোনটি গুগলের সমস্ত আপডেট সময়ে সময়ে পাবে। এই ফোনের সামনের দিকে নচ আছে আর সেখানে ক্যামেরা আছে আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাও আছে। আর অন্য দিকে Xiaomi Redmo 6 Pro ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসারের সঙ্গে ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে। আর আসুন এবার আমরা এই দুটি ফোনের মধ্যে স্পেক্সের তুলনামূলক আলোচনা করে দেখি।

প্রথমেই আমরা এই দুটি ফোনের ডিসপ্লের মধ্যে তুলনা করে দেখেনি। Xiaomi Redmi 6 Pro ফোনটিতে 5.84 ইঞ্চির ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 1080×2280 পিক্সাল। আর আমরা যদি অন্য দিকে Nokia 6.1 প্লাস ফোনটি দেখি তবে এই ফোনে আপ নারা 5.8 ইঞ্চির 1080×2280 পিক্সাল রেজিলিউশানের ফোন পাবেন, এক্ষেত্রে দুটি ফোনই একই রকমের।

পার্ফর্মেন্সের ক্ষেত্রে Nokia 6.1 Plus ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার আছে আর এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসারের থেকে দ্রুত যা কিনা Xiaomi Redmi 6 pro ফোনে আছে। দুটি ডিভাইসই 4GB র‍্যাম আর 64GB স্টোরজ যুক্ত। আর Nokia 6.1 Plkus ফোনটির স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যায় আর অন্য দিকে Xiaomi Redmi 6 Pro ফোনের ইনবিল্ড স্টোরেজ এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

ক্যামেরা খত্রে Xiaomi Redmi  6 Pro ফোনটি ডুয়াল 12MP+5MP রেয়ার ক্যামেরা আর 5MP র ফ্রন্ট ক্যামেরা যুক্ত। আর অন্য দিকে Nokia 6.1 প্লাস ফোনটিতে আপনারা ডুয়াল 16MP+5Mp ক্যামেরা আর ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে।

ভারতে Xiaomi Redmi 6 Pro ফোনটি আপনারা 12,999 টাকায় কিনতে পারবেন আর সেখানে ফ্লিপকার্ট থেকে Nokia 6.1 Plus ফোনটি 15,999 টাকায় কিনতে পারবেন।

Connect On :