Xiaomi Redmi 6A ফোনটি ভারতে 7,999 টাকায় লঞ্চ করা হয়েছিল আর এবার এই ডিভাইসটি অ্যামাজন থেকে 6,499 টাকায় কেনা যাবে।, আর এই ফোনের ব্যাকে 13MP র রেয়ার ক্যামেরা আর 5MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটির সঙ্গে আজকে আমরা RelmeC1(2019) য়ের সঙ্গে করব যা 8,000 টাকা দামে পাওয়া যায়। আর এই ফোন দুটিই বাজেট রেঞ্জের ফোন হিসাবে এসেছে আর আজকে আমরা এই দুটি ফোনের মধ্যেকার স্পেসিফিকেশানের তুলনা করব।
Xiaomi Redmi 6A ফোনে 5.45 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে যা 720×1440 পিক্সাল রেজিলিউশানের আর সেখানে RealMe C1 ফোনটিতে 6.2 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে যা 720×1520 পিক্সাল রেজিলিউশানের।
আর আমরা যদি প্রসেসারের বিষয়ে বলি তবে RelameC1 ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 অক্টা কোর প্রসেসার আছে আর এটি 2GB র্যাম আর 32GB স্টোরেজ যুক্ত আর সেখানে Xiaomi Redmi 6A ফোনটিতে মিডিয়াটেক হেলিও A22 চিপসেট আছে যা 2GB র্যাম আর 16GB স্টোরেজের।
আর ক্যামেরার ক্ষেত্রে Relame C1 ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13MP+2MP র ক্যামেরা আছে আর সেখানে এই ডিভাইসের ফ্রন্টে 5MP র ক্যামেরা আছে। Xiaomi Redmi 6A ফোনের ব্যাকে 13MP র সিঙ্গেল ক্যামেরার সযঙ্গে 5MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Xiaomi Redmi 6A ফোনটি 1,400 টাকার ডিস্কাউন্টের পরে 6,499 টাকায় কেনা যাবে আর সেখানে Relme C1 2019 ফোনটি 7,499 টাকার প্রাথমিক দামে কেনা যাবে।