Redmi 6 Pro য়ের সঙ্গে Xiaomi Mi Pad 4 চিনে লঞ্চ হল

Redmi 6 Pro য়ের সঙ্গে Xiaomi Mi Pad 4  চিনে লঞ্চ হল
HIGHLIGHTS

আগের রিপোর্টে 6GB র‍্যাম অপশানের কথা জানা গেছিল, কিন্তু মনে হচ্ছে যে কোম্পানি এরকম কিছু করে নি

Xiaomi Mi Pad 4 কে আজকে চিনে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। লঞ্চের আগে এই ডিভাইসটির বিষয়ে বেশ কিছু গুজব সামনে এসেছিল। যা প্রায় সঠিক বলে প্রমানিত হয়েছে। Mi Pad 4 ট্যাবে 8ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 16:10। ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 আর 6000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ট্যাবলেটটি Redmi 6 Pro ফোনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই দুটি ডিভাইস চিনেই পাওয়া যাবে কিনা আর এটি ভারতে লঞ্চ হবে কিনা বা কবে লঞ্চ হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

Xiaomi Mi pad 4 য়ে Wi-fi ভেরিয়েন্টে একটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ মডেল্রর দাম yuan 1,099 ( প্রায় 11,497টাকা)। আর এছাড়া Wi-Fi ভেরিয়েন্টে একটি 4GB র‍্যাম আর 64GB মডেলের দাম Yuan 1,399(প্রায় 14,636টাকা), আর সেখানে এর Wi Fi+ LTE ভেরিয়েন্টে 4GB র‍্যাম আর 64Gb স্টোরেজ যার দাম Yuan 1,499 (প্রায় 14,628 টাকা। ট্যাবলেটটি ব্ল্যাক আর গোল্ড কালারে কেনা যাবে আর এর প্রথম সেল 29জুন হবে। আর এই ডিভাইসটির প্রথম সেলের রেজিস্ট্রেশান শুরু হয়ে গেছে।

Mi Pad 4 কে Mi Pad 3 য়ের যায়গা নেবে বলে লঞ্চ করা হয়েছে যা গত বছর চিনে লঞ্চ করা হয়েছিল। আর এই ডিভাইসের 8ইঞ্চির FHD(1`080p) ডিসপ্লে আছে। আর এর অ্যাস্পেক্ট রেশিও 16:10 আর এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার দেওয়া হয়েছে। আর এই ডিভাইসটি 3GB র‍্যাম আর 4GB র‍্যাম আর 32GB, 64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আর এই স্টোরেজকে বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এই ডিভাইসে AI ফেস আনলক ফিচার আছে আর এর ব্যাটারি 6000mAhয়ের। আর এটি অ্যান্ড্রয়েড ওরিও নির্ভর MIUI 9 য়ে কাজ করে। আর  Xiaomi Mi Pad 4 য়ের Wi-Fi আর 4G LTE দুটি ভেরিয়েন্টেই কেনা যাবে।

এবার Cashify তে নিজেদের পুরনো মোবাইল বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা পান। 200টাকার এক্সট্রাক্যাশব্যাকে পাওয়ার জন্য DIGIT কোডের ব্যাবহার করুন।  

Digit.in
Logo
Digit.in
Logo