গত সেপ্টেম্বর মাসে সাওমি তাদের রেডমি 6 সিরিজের তিনটি ফোন Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro ফোনটি লঞ্চ করেছিল। আর কোম্পানি সম্প্রতি Redmi 6 ডিভাইসের দাম কিছু পরিবর্তন করেছে আর যার কারন ভারতীয় মুদ্রার দাম US ডলারের তুলনায় কমে যাওয়া। আর Redmi 6 ফোনটি আজকে ফ্লিপকার্টের সেলে কেনা যাবে।
এই সেল আজকে দুপুর 12 টায় ফ্লিপকার্টে শুরু হবে। ডিভাইসটি 3GB র্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টটি 8,499 টাকায় কেনা যাবে। আর সেখানে এই ফোনটির 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট 9,499 টাকায় কেনা যাবে।
Redmi 6 ফোনটিতে 5.45 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ফোনে মেটালিক ফিনিস দেওয়া হেয়ছে আর এটি ভাল গ্রিপ আর আর্ক ডিজাইনের সঙ্গে আনা হয়েছে। Redmi 6 ফোনটিতে হেলিও P22 প্রসেসার আছে আর এইট কোর প্রসেসার আছে যা 2.0Ghz কল্কড আছে।
এই ডিভাইসে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে, আর এর প্রাইমারি সেন্সার 12 মেগাপিক্সালের আর এর সেকেন্ডারি ক্যামেরা 5 মেগাপিক্সালের। আর এই ফোনে AI পোট্রেড মোড আছে। আর ভাল ভিডিও কোয়ালিটির জন্য ক্যামেরা ইলেক্ট্রনিক্স ইমেজ স্টেবিলাজেশান (EIS) আছে। আর এই ডিভাইসের ফ্রন্টে 5 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা আছে।
এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্ট 3GB/32Gb আর 4GB/64Gb ভেরিয়েন্ট অপশানে আছে। আর এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256Gb পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।