ডেডিকেটেড স্টোরেজ স্লটের সঙ্গে Xiaomi Redmi 5A ফোনটি এবার ভারতে রোজ গোল্ড ভেরিয়েন্টে লঞ্চ হল
ভারতে এই ফোনটি এর আগে ডার্ক গ্রে আর গোল্ড কালারে পাওয়া যেত
আজ সাওমি ভারতে তাদের Xiaomi Redmi 5A ফোনটির রোজ গোল্ড ভার্সান নিয়ে এসেছে। ভারতে এই ভেরিয়েন্টটির দাম 4,999 টাকা রাখা হয়েছে। আর এই ভেরিয়েন্টটি ভারতে আজ থেকে কিনতে পাওয়া যাবে। এই ফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটি কোম্পানির নিজস্ব অনলাইন স্টোরেও কিনতে পাওয়া যাচ্ছে। অ্যামাজনের সেরা 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত কিছু ফোন
আপনাদের নিশ্চয়ি মনে আছে যে Xiaomi Redmi 5A ফোনটি ভারতে গত বছরের ডিসেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। আর এখনও অব্দি এই ফোনটি ভারত্রে ডার্ক গ্রে আর গোল্ড কালারে কিনতে পাওয়া যেত। এই ফোনটি চিনে গত বছরের অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছিল।
Xiaomi Redmi 5A ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5-ইঞ্চির ফুল ল্যামিনেটেড HD ডিসপ্লে দেওয়া হয়েছে। ইউজার্সরা এই ফোনে রিডিং মোডও পাবে।
এই ফোনটিতে 3000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে কোম্পানি MIUI সিস্টেম লেভেল পাওয়ার অপ্টিমাইজেশান দেওয়া হয়েছে আর কোম্পানি দাবি করেছে যে এটি যথেষ্ট এফিসিয়েন্সির সঙ্গে ব্যবহার করা যাবে।
Redmi 5A ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যা PDAF যুক্ত। এই ফোনটিতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। আর এতে 5-এলিমিটার রেয়ার লেন্স LED ফ্ল্যাশ, HDR, প্যানোরমা, PDAF আর বিউটি ফিল্টারের মতন ফিচার্স আছে।
ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 425 64-ইউথ কোয়াড কোর প্রসেসার আছে। এই প্রসেসারের কল্ক স্পিড 1.4GHz।
এই ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট করে আর এর সঙ্গে ফোনটিতে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, আর মাধ্যমে স্টোরেজকে 128GB অব্দি বাড়ানো যায়।