Xiaomi Redmi 5 এর লাইভ ইমেজ লিক হল
লাইভ ইমেজে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যায়নি
চিনের কোম্পানি Xiaomi ভারতে Redmi 4 সম্প্রতি লঞ্চ করা হয়েছে। এবার খবর পাওয়া গেছে যে কোম্পানি এই স্মার্টফোনটির সাক্সেসারের ওপর কাজ করছে। এই স্মার্টফোনটি কে Xiaomi Redmi 5 নাম দেওয়া হয়েছে।
এই স্মার্টফোনটির লাইভ ছবি লিক হয়েছে। অ্যান্ড্রয়েড হেডলাইন একটি ছবি লিক করেছে। লাইভ ইমেজ অনুসারে এই স্মার্টফোনটিতে ফুল মেটাল বডি নেই। লাইভ ইমেজে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেখা যায়নি।
এই ডিভাইসের ডিসপ্লে 5 ইঞ্চির। এই ডিভাইসে 4,000mAh এর ব্যাটারি আছে। এছাড়া এই ডিভাইসে ডুয়াল সিম স্লট আছে। আপাতত এই স্মার্টফোনটির বিষয়ে এটুকু খবরই পাওয়া গেছে।
আপনাদের বলে রাখি যে Redmi 4 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেমের MIUI 8 এ কাজ করে। এতে 4100mAh এর ব্যাটারিও আছে। এটি 13 মেগাপিক্সালের ক্যামেরা যুক্ত হবে। রেয়ার ক্যামেরায় ডুয়াল LED ফ্ল্যাশও দেওয়া হবে। ফোনটিতে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরাও আছে।