Xiaomi Redmi 4X স্মার্টফোন 4GB র্যামের সঙ্গে চিনে লঞ্চ হয়েছে
এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেমের MIUI 8 এর ওপর কাজ করে আর এটিতে 4100mAh এর ব্যাটারি আছে.
সাওমি সম্প্রতি চিনে Xiaomi Redmi 4X এর দুটি ভেরিয়েন্ট নিয়ে এসেছিল- 2GB র্যামের সঙ্গে 16GB ইন্টারনাল স্টোরেজ আর 3GB র্যামের সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ. এবার সাওমি Redmi 4X এর একটি নতুন আপডেট ভেরিয়ান্ট নিয়ে এসেছে. এটিতে 4GB র্যামের সঙ্গে 64GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে.
এর আগের 2GB র্যাম ও 16GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়ান্টের দাম 699 Yuan, অর্থাত প্রায় Rs.6,792 সেখানে 3GB র্যাম আর 32GB স্টোরেজ যুক্ত ভেরিয়ান্টটির দাম 1099 Yuan, অর্থাত প্রায় Rs.10,277 হবে. এটি 9 মে থেকে বিক্রির জন্য পাওয়া যাবে. এই স্মার্টফোনটি চেরি পিঙ্ক, শ্যাম্পেন গোল্ড আর মেট ব্ল্যাক রঙে পাওয়া যাবে.
আরো দেখুন: অ্যামাজন থেকে আজ এই বিপুল ডিস্কাউন্টের সুযোগ নিন
Xiaomi Redmi 4X এর ফিচার গুলি এবার দেখে নেওয়া যাক. এতে 5 ইঞ্চির HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে আছে. এই ডিসপ্লের রেজিলিউশন 720×1280 পিক্সাল. এটি অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 435 প্রসেসার যুক্ত. এতে অ্যাড্রিনো 505 GPU ও আছে. এটি 2GB/3GB/4GB র্যাম যুক্ত. এতে 16GB/32GB/64GB’র ইন্টারনাল স্টোরেজও আছে. এই স্মার্টফোনটির স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে. এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেমের MIUI 8 তে কাজ করে. এতে 4100mAh এর ব্যাটারি আছে.
এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপকে এবার দেখা যাক, এতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা f/2.0 অ্যাপার্চার,5P লেন্স, PDAF, LED ফ্ল্যাশের সঙ্গে আছে. এটি f/2.2 অ্যাপার্চার যুক্ত. এই স্মার্টফোনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে. এটিতে হাইব্রিড ডুয়াল সিম, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, GPSm আর একটি মাইক্রো USB পোর্ট আছে. এটির থিকনেস 8.65mm আর এর ওজন 150 গ্রাম.
আরো দেখুন: Samsung Galaxy J5 2016'র দাম কমে গেছে
আরো দেখুন: Jio’র নতুন কামাল..!! অর্দ্ধেক দামে দিচ্ছে JioFi
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile